West Burdwan News: ভালবেসে বিয়ে করেছিল মেয়েটা, সেই ভালবাসাই কাল হল

Last Updated:

চিন্তিত হয়ে পড়েছেন ছোট্ট ওই কন্যা সন্তানটির ভবিষ্যৎ নিয়ে। পাশাপাশি অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকজনের কড়া শাস্তির দাবি উঠেছে।

+
দেহ

দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মহাকুমা হাসপাতালে।

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান:  গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে  ব্যাপক চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। অভিযোগ, তাঁকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ উঠেছে, বিয়ের পর থেকে ওই গৃহবধূর উপর চলত মানসিক অত্যাচার, মারধর। যদিও মৃতা মণি গুপ্তা বিয়ে করেছিলেন প্রেম করেই।
জানা যায়, মৃতার দু'বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। মৃতার পরিবার পুলিশের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন। চিন্তিত হয়ে পড়েছেন ছোট্ট মেয়েটির ভবিষ্যৎ নিয়ে। পাশাপাশি অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকজনের কড়া শাস্তির দাবি উঠেছে।
জানা গিয়েছে, দুর্গাপুর থানার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের মেনগেট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় মা চন্ডী স্কুল সংলগ্ন এক বাড়িতে মণি গুপ্তা  নামে বছর ২৫-এর ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, ৩ বছর আগে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি বিদ্যুৎ সাউ-এর সঙ্গে পাশের পাড়া সারদাপল্লীর বাসিন্দা মণি গুপ্তার বিয়ে হয়েছিল। প্রেম করেই বিয়ে তাঁদের। দম্পতির ২ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।
advertisement
advertisement
স্থানীয় এবং পরিবারের অভিযোগ, লাগাতার মানসিক অত্যাচার ও মারধর করা হত গৃহবধূকে। অভিযোগের তীর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার বেলা ১১ টা নাগাদ বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মণি গুপ্তার দেহ। স্থানীয় ওয়ারিয়া ফাঁড়ির পুলিশকে খবর দিলে ,পুলিশ এসে দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: ভালবেসে বিয়ে করেছিল মেয়েটা, সেই ভালবাসাই কাল হল
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement