পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েতের আগে পূর্ব মেদিনীপুরের সাংগঠনিক স্তরে গুরুত্বপূর্ণ রদবদল করল তৃণমূল কংগ্রেস। বদল নিয়ে আসা হল হলদিয়া তৃণমূল টাউনের সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি এবং জেলা তৃণমূল আইএনটিটিইউসি সভাপতির পদে। আগে যাঁরা এই দায়িত্ব সামলাচ্ছিলেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের আরও গুরু দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের খবর।
শুক্রবার সাংগঠনিক রদবদলের পরে নবনিযুক্তদের সঙ্গে ঘরোয়া সৌজন্য বৈঠক করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বৈঠকে ছিলেন হলদিয়া তৃণমূল টাউনের নতুন সভাপতি মিলন মণ্ডল, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আজগর আলি পল্টু এবং জেলা তৃণমূল আইএনটিটিইউসি সভাপতি চন্দন দে। যাঁরা আগে এই দায়িত্বগুলিতে ছিলেন, রাজ্য নেতৃত্ব তাঁদের ধন্যবাদ জানিয়েছেন এবং ঊর্ধ্বতর অন্য দায়িত্ব দিয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : মহাশিবরাত্রিতে শিবের আরাধনায় বেলপাতা উৎসর্গ করা হয় কেন? জেনে নিন কীভাবে ভাল বেলপাতা বেছে নেবেন
স্বপন নস্কর ও শিবনাথ সরকারকে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক করা হয়েছে। অভিষেক দাসকে দেওয়া হয়েছে রাজ্য তৃণমূল যুব সম্পাদকের দায়িত্ব।
আরও পড়ুন : ৫ বছর আগে দুনিয়া কাঁপানো থাইল্যান্ডের গুহায় কিশোরদের আটকে পড়ার ঘটনা, মাত্র ১৭-এ চলে গেল তাদের একজন
দীর্ঘদিন ধরেই নানা ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে আসছিল। আর হলদিয়া এমনিতেই অধিকারী পরিবারের ঘাঁটি। তাই হলদিয়ার সংগঠন আরও মজবুত করতে চাইছে তৃণমূল। স্থানীয় নেতৃত্ব সূত্রের আশা, এই সাংগঠনিক রদবদলে হলদিয়া ও তমলুক সাংগঠনিক জেলায় দল আরও ইতিবাচক, ঐক্যবদ্ধ, গতিশীলভাবে এগোবে। আরও নিবিড় হবে জনসংযোগ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।