Thai Cave Survivor: ৫ বছর আগে দুনিয়া কাঁপানো থাইল্যান্ডের গুহায় কিশোরদের আটকে পড়ার ঘটনা, মাত্র ১৭-এ চলে গেল তাদের একজন

Last Updated:

Thai Cave Survivor: মাত্র ১৭ বছর বয়সেই চলে গেল ডুয়াংফেট ডম ফ্রোমথেপ। রবিবার ইংল্যান্ডের লেস্টারশায়ারের ব্রুকহাউস কলেজ ফুটবল অ্যাকাডেমিতে নিজের ঘরে তাঁকে নিথর অবস্থায় পাওয়া যায়।

মাত্র ১৭ বছর বয়সেই চলে গেল ডুয়াংফেট ডম ফ্রোমথেপ
মাত্র ১৭ বছর বয়সেই চলে গেল ডুয়াংফেট ডম ফ্রোমথেপ
লন্ডন : থাইল্যান্ডের গুহায় ১২ জন কিশোর ফুটবল খেলোয়াড়ের আটকে পড়া এবং গুহার অন্ধকার থেকে অক্ষত আলোয় ফিরে আসার রোমহর্ষক ঘটনা ৫ বছর আগে নাড়িয়ে দিয়েছিল সারা পৃথিবীকে। কিন্তু সেখান থেকে মুক্তি পেলেও ওই ১২ জন কিশোরের মধ্যে সে সময় যে অধিনায়ক ছিল, তার জীবন দীর্ঘস্থায়ী হল না। মাত্র ১৭ বছর বয়সেই চলে গেল ডুয়াংফেট ডম ফ্রোমথেপ। রবিবার ইংল্যান্ডের লেস্টারশায়ারের ব্রুকহাউস কলেজ ফুটবল অ্যাকাডেমিতে নিজের ঘরে তাঁকে নিথর অবস্থায় পাওয়া যায়।
থাইল্যান্ডের জিকো ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে তার মৃত্যুর খবর। শোকপ্রকাশ করা হয়েছে তার কলেজের তরফেও। ডমের শোকগ্রস্ত পরিবারের পাশে তাঁরা থাকবেন বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। জিকো ফাউন্ডেশনের প্রধান তথা থাই জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক এবং কোচ কিয়াটিসুক সেনামুয়াং জানিয়েছেন তিনি ওই কিশোরের মৃত্যুর কারণ জানেন না। তবে ডমের শারীরিক অসুস্থতার কোনও লক্ষণ যে ছিল না, সে কথা বলেছেন তিনি।
advertisement
২০১৮ সালে উত্তর থাইল্যান্ডের প্রদেশ চিয়াং রাইয়ের যুব ফুটবল দল ওয়াইল্ড বোরস-এর অধিনায়ক ছিলেন ডম। পাঁচ বছর আগে জুন মাসে, ১১ থেকে ১৬ বছর বয়সি ওই দলের ১২ জন সদস্য তাদের প্রশিক্ষকের সঙ্গে আটকে পড়েছিলেন থাম লুয়াং গুহায়। সেখানেই বাড়তে থাকা বন্যার জলে ক্রমশ বাড়তে থাকে তাদের বিপদ।
advertisement
আরও পড়ুন :  ঐতিহাসিক ও বেনজির সিদ্ধান্ত সৌদি আরবের! প্রথম বার কোনও মহিলা মহাকাশচারীকে মহাকাশে পাঠাচ্ছে এই মরুদেশ
আন্তর্জাতিক ডাইভারদের সাহায্যে শুরু হয় তাঁদের উদ্ধারপর্ব। সামান্য খাবার ও জল সম্বল করে টানা ৯ দিন ওই গুহায় কাটায় ওই কিশোরের দল এবং তাদের প্রশিক্ষক। অবশেষে এক ডাইভারে তাদের দেখতে পায় সর্পিল ও সঙ্কীর্ণ গুহাপথে। তার পরও ৮ দিন কেটে যায় তাদের উদ্ধারপর্বে। রোমহর্ষক সেই উদ্ধারকাজ সম্প্রচারিত হয় বিশ্ব জুড়ে।
advertisement
আরও পড়ুন :  ৩২ বার বিয়ে, ১৯ সন্তান, শেষ বয়সে নিঃস্ব ও নিঃসঙ্গ অবস্থায় মৃত্যু এই রেকর্ডধারীর
বইয়ের পাতার অভিযানের মতোই শিহরণ জাগানো এই ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিও। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ২০২২ সালে মুক্তি পাওয়া রন হাওয়ার্ডের 'থার্টিন লাইভস' এবং ২০২১ সালের তথ্যচিত্র 'দ্য রেসকিউ'।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Thai Cave Survivor: ৫ বছর আগে দুনিয়া কাঁপানো থাইল্যান্ডের গুহায় কিশোরদের আটকে পড়ার ঘটনা, মাত্র ১৭-এ চলে গেল তাদের একজন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement