The Most Married Man: ৩২ বার বিয়ে, ১৯ সন্তান, শেষ বয়সে নিঃস্ব ও নিঃসঙ্গ অবস্থায় মৃত্যু এই রেকর্ডধারীর
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
The Most Married Man: ২৯ জন তরুণীকে মোট ৩১ বার বিয়ে করে একমুখী সম্পর্কের তিনি বিশ্বে রেকর্ড তৈরি করেছেন। তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে সামাজিক মাধ্যমে।
এক আধবার নয়, তিনি বিয়ে করেছেন ৩২ বার। গ্লাইন ওল্ফের নামের পাশেই উজ্জ্বল 'দ্য ওয়ার্ল্ডস মোস্ট ম্যারেড ম্যান' বা বিশ্বে সবথেকে বেশি বার বিয়ে করা পুরুষের পরিচয়। ২৯ জন তরুণীকে মোট ৩১ বার বিয়ে করে একমুখী সম্পর্কের তিনি বিশ্বে রেকর্ড তৈরি করেছেন। তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে সামাজিক মাধ্যমে।
৮৯ বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন গ্লাইন। তিনি নিজে অসাধারণ। সাধারণ মেয়েদের বিয়েও করেননি। তাঁর স্ত্রীদের মধ্যে একদিকে যেমন ছিলেন কৃষককন্যা, অন্যদিকে ছিলেন চোর ও মাদকাসক্তরাও। কয়েক জনের সঙ্গে তাঁর বিয়ে ছিল কয়েক বছরের। কিছু বিয়ে টিকেছিল কয়েক মাস। কয়েকটা বিয়ে গড়িয়েছিল মাত্র কিছু দিন। তার পরও সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে তিনি প্রত্যেক স্ত্রীকে তাঁর নিজস্ব ভঙ্গিতে সম মর্যাদায় ভালবেসেছিলেন।
advertisement
ইহজীবনে ৩২ বার বিয়ে করেও ১৯৯৭ সালে তাঁর মৃত্যু হয় সম্পূর্ণ কপর্দকহীন ও নিঃসঙ্গ অবস্থায়। নার্সিংহোমে তাঁর দেহ নেওয়ার জন্যেও হাজির ছিলেন না কেউই। শেষে তাঁর ১৯ জন সন্তানের মধ্যে একজন, ৩৩ বছর বয়সি জন ওল্ফ রাজি হন অন্ত্যেষ্টি করতে।
advertisement
আরও পড়ুন : ১ লিটার দুধের প্যাকেট ২১০ পাক রুপি, ১ কেজি চিকেন ছুঁয়েছে ৭৮০ পাক রুপি, খাবারের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস পাকিস্তানবাসীর
বহু বিবাহিত গ্লাইনের জন্ম ১৯০৮ সালে। তিনি প্রথম বিয়ে করেন ১৯২৬-এ। তাঁর সবথেকে দীর্ঘ বিয়ে স্থায়ী হয়েছিল ১১ বছর। সবথেকে স্বল্পস্থায়ী বিয়ে ছিল মাত্র ১৯ দিনের। ৩ জনকে ডিভোর্স করার পর আবার তাঁদেরই বিয়ে করেন। ২৮ নম্বর স্ত্রী ক্রিস্টিন ক্যামাচোর সঙ্গে কাটান ১১ বছরের দাম্পত্য। এমনকী, যুবরানি ডায়ানাকেও বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।
advertisement
নার্সিংহোম কর্মীরা জানিয়েছেন শেষ শয্যায় গ্লাইনকে কষ্ট দিত একাকীত্ব ও নিঃসঙ্গতা। তিনি নাকি কিছুতেই এই অবস্থা মেনে নিতে পারেননি। এমনকী মাঝে মাঝেই তিনি প্যানিক অ্যাটাকেরও শিকার হতেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 5:55 PM IST