West Midnapore Spring: মহুলে বুঁদ জঙ্গলমহলের আদিবাসী প্রধান গ্রামগুলি

Last Updated:

West Midnapore Spring: আদিবাসী জনজাতি মানুষের সঙ্গে এই মহুল গাছের নিবিড় আত্মিক যোগ৷ আদিবাসীদের একাংশের খাদ্যাভাসের তালিকায় রয়েছে মহুল

মহুল ফল বাংলা সাহিত্যেও প্রতিফলিত হয়েছে
মহুল ফল বাংলা সাহিত্যেও প্রতিফলিত হয়েছে
ঝাড়গ্রাম : রাঢ় অঞ্চলের জঙ্গলমহলের অন্যতম বনজ সম্পদ মহুল ফল। বিশেষ ধরনের এই গাছ, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,পুরুলিয়া-সহ বিস্তীর্ণ অঞ্চলে শুষ্ক আর্দ্র রুক্ষ মাটিতে দেখতে পাওয়া যায়৷  বসন্তের শুরুতে মহুলের আগমন৷ বিশেষত আদিবাসী জনজাতি মানুষের সঙ্গে এই মহুল গাছের নিবিড় আত্মিক যোগ৷ আদিবাসীদের একাংশের খাদ্যাভাসের তালিকায় রয়েছে মহুল।
মহুলকে গুড় দিয়ে সেদ্ধ করে খায় অনেকেই। এছাড়াও মহুল ফল বিক্রি করেই চলে অনেকের সংসার৷ এক বন দফতরের আধিকারিকের কথায়, ‘‘ এই মহুল ফল গ্রাম বাংলার অর্থকারী ফল হিসাবে পরিচিত। এ ছাড়া ভেষজ উপাদানে উপকারী এই গাছ থেকে কচড়া নামক একটি ফল পাওয়া যায় যা থেকে তেল তৈরি হয়। এই তেল মানবদেহের বিভিন্ন পুরানো ব্যথা সারাতে উপকারী।’’
advertisement
advertisement
আরও পড়ুন : নস্টালজিয়া উস্কে ফিরে আসছে হারিয়ে যাওয়া মাটির জালা ও কুঁজো
চৈত্র মাসের শুরু থেকে এই ফল পাওয়া যায়। তা সংগ্রহ করে স্থানীয় হাটে বিক্রি করেন এই আদিবাসীপ্রধান গ্রামের মানুষজন৷ অনেক কাল আগে থেকেই মহুল নামক লুপ্তপ্রায় গাছের ফল ব্যবহার করে আসছেন প্রান্তিক আদিবাসী সমাজের মানুষেরা ৷ এর থেকে একধরনের বিশেষ মদও তৈরি হয়৷ যার স্বাদ মিস্টি ও সুগন্ধি৷ এই মহুল ফুল নিয়ে আছে স্থানীয় প্রবাদও৷ এই মহুল ফল বাংলা সাহিত্যেও প্রতিফলিত হয়েছে৷ শুধু মানুষ নয়, মহুলের টানে কখনও কখনও আবার দলমার দাঁতাল বা গজরাজদেরও আগমন হয় এই জঙ্গলে এবং জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Midnapore Spring: মহুলে বুঁদ জঙ্গলমহলের আদিবাসী প্রধান গ্রামগুলি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement