Train Cancelled: বুধবার পর্যন্ত বাতিল পূর্বরেলের ৩০টি লোকাল ট্রেন! চরম দুর্ভোগে 'এই' ব্যস্ত শাখার যাত্রীরা, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল

Last Updated:

Train Cancelled: সোমবার থেকে বুধবার ৩০টি লোকাল ট্রেন বন্ধ থাকছে। রেলের জরুরি কাজের জন্য লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যাত্রীদের স্টেশনে এসে ট্রেন না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাতিল পূর্বরেলের একগুচ্ছ ট্রেন
বাতিল পূর্বরেলের একগুচ্ছ ট্রেন
বর্ধমান: এবার ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হল পূর্ব রেলের কাটোয়া আজিমগঞ্জ শাখায়। বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে চরম দুর্ভোগে পড়লেন এই শাখার যাত্রীরা। বুধবার পর্যন্ত বেশিরভাগ লোকাল ট্রেন বন্ধ থাকছে এই শাখায়। এর ফলে নিত্যযাত্রীদের পাশাপাশি অন্যান্য যাত্রী ও ছোট ব্যবসায়ীদের ভোগান্তি বাড়ছে।
আজ সোমবার থেকে বুধবার কাটোয়া-আমিজগঞ্জ সেকশনে ৩০টি লোকাল ট্রেন বন্ধ থাকছে। রেলের জরুরি কাজের জন্য লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যাত্রীদের স্টেশনে এসে ট্রেন না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সোমবার আজিমগঞ্জ থেকে বাতিল করা হয়েছে ০৩০৬৮ ট্রেনটি।
advertisement
advertisement
মঙ্গলবার বাতিল লোকালগুলি হল – আজিমগঞ্জ থেকে - ০৩০৪২, ০৩০৬৮, ০৩০৩৬, ০৩০৬২, ০৩০৯৬, ০৩০৯৮, ০৩০৯০, ০৩০৭৬, ০৫৪৩৬। কাটোয়া থেকে - ০৩০৩৫, ০৩০৬১, ০৩০৯৫, ০৩০৯৭, ০৩০৮৯, ০৩০৭৫। বুধবার  আজিমগঞ্জ থেকে - ০৩০৪২, ০৩০৬৮, ০৩০৩৬, ০৩০৬২, ০৩০৯৬, ০৩০৯৮, ০৩০৯০, ০৩০৭৬ লোকাল বাতিল থাকছে। কাটোয়া থেকে ০৫৪৩৫, ০৩০৪১, ০৩০৩৫, ০৩০৬১, ০৩০৯৫, ০৩০৯৭, ০৩০৮৯, ০৩০৭৫ লোকাল বাতিল থাকছে।  এছাড়াও এই  তিন দিন এই শাখার বেশ কয়েক’টি ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হচ্ছে।
advertisement
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাজ জরুরি ছিল। সেজন্যই কিছু ট্রেন বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে যাত্রীদের তা আগাম জানিয়েও দেওয়া হয়েছে। এ জন্য যাত্রীদের এই ক দিন কিছুটা অসুবিধা হবে ঠিকই। তবে কাজ শেষ হয়ে গেলে এই অংশে ওই অংশে ট্রেনের গতি অনেকটাই বৃদ্ধি পাবে।
advertisement
অন্যদিকে, যাত্রীদের বক্তব্য, শনি ও রবিবার এই কাজ করা যেত। এই দু'দিন যাত্রী সংখ্যা অনেক কম থাকে। কিন্তু তা না করে সপ্তাহের কাজের দিনগুলি বেছে নিয়েছে রেল। এর ফলে অনেক বেশি সংখ্যক যাত্রীকে দুর্ভোগে নাজেহাল হতে হচ্ছে।অনেককেই চিকিৎসা সহ নানান প্রয়োজনে রেল পথ ব্যবহার করে থাকেন। সমস্যায় পড়েছেন তাঁরাও।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Cancelled: বুধবার পর্যন্ত বাতিল পূর্বরেলের ৩০টি লোকাল ট্রেন! চরম দুর্ভোগে 'এই' ব্যস্ত শাখার যাত্রীরা, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement