Night Before Wedding Tips: বিয়ের আগের রাতে যে ৫ কাজ ভুলেও করবেন না বর-কনে! ৩ নম্বরটি 'বিশেষ' জরুরি... না মানলে হতে পারে চরম পরিণতি!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Night Before Wedding: একজন পুরুষ বা মহিলার কাছে বিয়ে হল জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই একটি ঘটনার পর দুটি জীবন বদলে যায় অনেকটাই। বদলে যায় চারপাশ, বদলে যায় জীবনধারা, বদলে যায় সবকিছু। তাই এই পদক্ষেপ নেওয়ার আগে অনেক বিষয় মাথায় রাখতে হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
ঠিক এমনই কয়েকটি কাজ আছে, যা বিয়ের আগের দিন বা রাতে বর-কনের করা উচিত নয়। সামান্য ভাবলেও এসব ভুলের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, এমনকি বিয়ে ভেঙে পর্যন্ত যেতে পারে। বিয়ের আগে বেশ কিছু কাজ করা একদমই উচিত নয়। এই প্রতিবেদনে এমনই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। কোন কাজ করা থেকে বিরত থাকবেন জেনে রাখুন-
advertisement
(১) মদ্যপান করা: নেশা আমাদের চিন্তাভাবনা থেকে শারীরিক অভিব্যক্তি সবকিছু বদলে দেয়। এই ধরণের পানীয় যা নেশার উদ্রেক করতে পারে, তা আপনার সবকিছু বদলেও দিতে পারে। তাই বিয়ের আগে বর বা কনে যদি মদ্যপান করেন, তাহলে বিয়ের রীতিনীতি পালন করতে গিয়ে ব্যাঘাত ঘটতে পারে। তাই বিয়ের পিঁড়িতে বসার আগে মদ্যপান করা অনুচিত।
advertisement
advertisement
(৩) প্রাক্তনকে কল করা: নতুন জীবনে পা দেওয়ার মুহূর্তে পুরাতনকে ভুলে থাকায় শ্রেয়। তাই বিয়ের দিন প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে ফোন করা একদমই উচিত নয়। এতে নতুন জীবনে মারাত্মক প্রভাব পড়তে পারে। এছাড়া আপনার প্রাক্তন আপনার এই আনন্দের অনুষ্ঠানে এসে ব্যাঘাত ঘটাতে পারে। তাই বিয়ের আগে এই কাজটি একদমই উচিত নয়।
advertisement
advertisement
advertisement