Accident: গরুকে জল দিতে গিয়ে বিপত্তি! বেপরোয়া বাইকের ধাক্কায় ছিটকে পড়ে বৃদ্ধের মর্মান্তিক পরিণতি, হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না

Last Updated:

Tragic Accident: সকালে গরুকে জল দেওয়ার পর রাস্তা পার হওয়ার সময়ে ঘটল সাংঘাতিক কাণ্ড। হিঙ্গলগঞ্জের দিক থেকে আসা একটি বাইক সজোরে ধাক্কা মারে এক বৃদ্ধকে। ধাক্কার জেরে বিষ্ণুপদ মণ্ডল ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি।

হিঙ্গলগঞ্জে বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
হিঙ্গলগঞ্জে বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: হিঙ্গলগঞ্জে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবীণ ব্যক্তির। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালি টু হিঙ্গলগঞ্জ রুটে ১৩ নম্বর তেলের কন্ট্রোলের পাশে ফের ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শুক্রবার সকালে রাস্তার ধারে গরুকে জল দিয়ে বাড়ি ফেরার পথে মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক প্রবীণ ব্যক্তির।
সূত্র মারফত জানা যায়, মৃতের নাম বিষ্ণুপদ মণ্ডল (বয়স আনুমানিক ৬৫–৭০ বছর)। তার বাড়ি ১৩ নম্বর তেলের কন্ট্রোলের পাশেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালবেলা গরুকে জল দেওয়ার পর রাস্তা পার হওয়ার সময় হিঙ্গলগঞ্জের দিক থেকে আসা একটি মোটরবাইক সজোরে ধাক্কা মারে। বাইকের গতি এতটাই বেশি ছিল যে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে। ভেঙে যায় গাছটিও। ধাক্কার জেরে বিষ্ণুপদবাবু ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
advertisement
advertisement
দুর্ঘটনার পর রাস্তার ধারে পড়ে বাইকটি
দুর্ঘটনার পর রাস্তার ধারে পড়ে বাইকটি
advertisement
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে সান্ডেলার বিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘাতক মোটরবাইকটি ও চালককে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে বিষ্ণুপদবাবুর পরিবারে। শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা। এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের আবহ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: গরুকে জল দিতে গিয়ে বিপত্তি! বেপরোয়া বাইকের ধাক্কায় ছিটকে পড়ে বৃদ্ধের মর্মান্তিক পরিণতি, হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement