Traffic Rules: 'হেলমেট কোথায়?' খাকি উর্দির অফিসারকে রাস্তাতেই ধরল পুলিশ, পরের যা কাণ্ড হল

Last Updated:

Traffic Rules: ইউনিফর্ম থাকলেও ছিল না মাথার হেলমেট। শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটে তাঁকে আটক করে ট্রাফিক পুলিশ

ট্রাফিক পুলিশ আটকাতেই যা কাণ্ড হল
ট্রাফিক পুলিশ আটকাতেই যা কাণ্ড হল
বর্ধমান: হেলমেট না পরেই মোটর সাইকেল চালানোর সময় বর্ধমানে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লেন রেল সুরক্ষা বাহিনী আরপিএফের এক কর্মী। পরনে ইউনিফর্ম থাকলেও ছিল না মাথার হেলমেট। শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটে তাঁকে আটক করে ট্রাফিক পুলিশ।
হেলমেট না পরলে বা ট্রাফিক আইন ভাঙলে জরিমানা করে পুলিশ। শুক্রবার বর্ধমানে পুলিশ বাসিন্দাদের সচেতন করতে পথে নেমেছিল। মাইকে প্রচার চালানোর পাশাপাশি বাসিন্দাদের সচেতন করে তাদের হাতে লিফলেট ধরায় পুলিশ। ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেয়। এই কাজ চলাকালীন ওই আরপিএফ কর্মীকে আটকায় পুলিশ। তাঁকেও মেলমেট পরার অনুরোধ করে ছেড়ে দেওয়া হয়।
advertisement
কালী পুজোর আগেই পথ নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষ কে সচেতন করতে উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। শহরের মধ্যে দিয়ে চার চাকা, দু চাকা, টোটো, মোটর ভ্যান, রিকশা প্রভৃতি যানবাহন চলাচলের ওপর একাধিক নিয়মাবলী জারি করেছে পুলিশ প্রশাসন। এই সমস্ত নিয়ম ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশ জারি করা হয়েছে।
advertisement
advertisement
শুক্রবার এই বিষয়ে শহরের বীরহাটা ও গোলাপবাগ ট্রাফিক পোস্টের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন ও সতর্ক করতে ব্যাপক প্রচার অভিযান চালানো হয়। এদিন রাস্তায় গাড়ি চালানোর সময় নিয়মভঙ্গকারী বহু যাত্রী কে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সতর্ক করে তাদের হাতে নিয়মাবলী লেখা লিফলেট ধরিয়ে দেওয়া হয়। একই সাথে মাইকিং করেও প্রচার চালায় পুলিশ।
advertisement
ট্রাফিক পক্ষ থেকে জানানো হয়েছে, দুই চাকার গাড়িতে সকলের জন্য হেলমেট আবশ্যিক। গাড়ি চালানোর সময় কোনও লেন লঙ্ঘন করা যাবেনা। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো একেবারেই নিষিদ্ধ। অতিরিক্ত গতিবেগে গাড়ি চালানো নিষিদ্ধ। কোনও ট্রাফিক সংকেত অমান্য করা যাবে না। গাড়ি চালানোর সময় মোবাইল বা ইয়ারফোনে কথা বলা একেবারেই নিষিদ্ধ। চারচাকা গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরা একান্তই আবশ্যক।  কোনও আনুমদিত পার্কিং ছাড়া গাড়ি যেখানে সেখানে পার্ক করা যাবে না।
advertisement
বাইকে ট্রিপল রাইডিং করা যাবেনা। বাস চালানোর সময় কোনও এয়ার হর্ন ব্যবহার করা যাবে না। বৈধ নম্বর প্লেট এবং বৈধ কাগজপত্র ছাড়া কোনও যানবাহন চলাচল করবে না। বর্ধমান শহরের ভেতরে জি টি রোডের ওপরে কোনও টোটো এবং ভ্যানো জাতীয় গাড়ি চলাচল করবে না। টোটো চালানোর সময় অবশ্যই রেয়ার ভিউ মিরর থাকতে হবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Traffic Rules: 'হেলমেট কোথায়?' খাকি উর্দির অফিসারকে রাস্তাতেই ধরল পুলিশ, পরের যা কাণ্ড হল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement