Gautam Pal: পর্ষদ সভাপতিকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট, এখনই গ্রেফতার নয় গৌতম পালকে... নির্দেশ শীর্ষ আদালতের

Last Updated:

গ্রেফতার করা যাবে না পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও।

কলকাতা: সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন গৌতম পাল, পার্থ কর্মকার। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে বড়সড় স্বস্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির। পরবর্তী শুনানির দিন পর্যন্ত তাঁদের গ্রেফতার করা যাবে না বলেই নির্দেশ সুপ্রিম কোর্টের। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই তদন্ত চলবে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী শ্যাম দেওয়ানের যুক্তি, অতীতে যা ঘটেছে তার সঙ্গে বর্তমান সভাপতি এবং সচিবের কোনও সম্পর্ক নেই।২০২২ সালের ২৪ অগাস্ট পর্ষদের সভাপতি পদে যোগ দিয়েছেন ডঃ গৌতম পাল। এরপরে ডেপুটি সেক্রেটারি পদে যোগ দিয়েছেন পার্থ কর্মকার। ফলত যে সময় দুর্নীতির অভিযোগ উঠছে সেই সময়ের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই।
advertisement
advertisement
যদিও চাকরি না পাওয়া প্রার্থীদের তরফে আইনজীবীর দাবি, মূল অভিযুক্ত জেলে থাকলেও যাবতীয় গুরুত্বপূর্ণ নথি বর্তমান সভাপতির দায়িত্বেই রয়েছে। অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনার দিকে ইঙ্গিত করতে চান তিনি। যদিও এই বক্তব্যকে গুরুত্ব দেয়নি কোর্ট। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও হাইকোর্টে সিঙ্গেল জাজের এই মামলায় কড়া পদক্ষেপ করার কথা বলেন আইনজীবী শ্যাম দেওয়ান।
advertisement
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় গৌতম এবং পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথাও বলেছিলেন বিচারপতি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পর্ষদ-সভাপতি। সোমবার সেই আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Gautam Pal: পর্ষদ সভাপতিকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট, এখনই গ্রেফতার নয় গৌতম পালকে... নির্দেশ শীর্ষ আদালতের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement