Traditional Durga Puja: ঠাকুরদালানে শরতের রোদের আঁকিবুকি, ৫১৬ বছরের প্রাচীন দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে বৈকুণ্ঠপুর রাজবাড়িতে

Last Updated:

Traditional Durga Puja: শরতের নীল আকাশে আগমনী সুরে মুখর বৈকন্ঠপুর রাজবাড়ি। ৫১৬ বছরের ঐতিহ্যবাহী দুর্গোৎসবের প্রস্তুতিতে এখন সাজসজ্জার ব্যস্ততা তুঙ্গে।

+
আগমনী

আগমনী সুরে মুখর বৈকন্ঠপুর রাজবাড়ি।

সুরজিৎ দে,জলপাইগুড়ি: পুজোর ঢাকে কাঠি পড়েছে ইতিমধ্যেই! পুজো প্রস্তুতি তুঙ্গে জলপাইগুড়ি রাজবাড়িতে। এবার কীভাবে সাজছে রাজবাড়ি প্রাঙ্গণ? শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ যেন আগাম বার্তা দিচ্ছে—মা আসছেন। আর সেই আগমনী আনন্দের রঙ ছড়িয়েছে জলপাইগুড়ির বৈকণ্ঠপুর রাজবাড়িতে। ৫১৬ বছরের প্রাচীন এই দুর্গোৎসব ঘিরে শহরবাসীর আবেগ অন্য মাত্রা পায় প্রতিবছরই।
রাজবাড়ির আঙিনায় এখন সাজসজ্জার ব্যস্ততা তুঙ্গে। খড়কুটো দিয়ে কাঠামো বাঁধা, মাটির লেপনের কাজে ব্যস্ত মৃৎশিল্পীদের দক্ষ হাত। প্রতিমার রূপ দেওয়ার সেই চিরচেনা দৃশ্যেই যেন ভেসে ওঠে বাংলার ঐতিহ্য। রাজপুরোহিত শিবু ঘোষাল জানালেন, “মা দুর্গাকে এখানে স্নান করানো হয় বিভিন্ন তীর্থস্থানের জল দিয়ে। পোশাক আসে অসম, কলকাতা এমনকি ওপার বাংলার হাত ধরেও।” প্রতিদিন সকাল-সন্ধ্যায় রাজবাড়ির পুজো প্রস্তুতি দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। কেউ খুঁটিয়ে দেখছেন প্রতিমার সাজসজ্জা, কেউ আবার মাটির কাজে শিল্পীদের হাতের খেলা উপভোগ করছেন।
advertisement
আরও পড়ুন : ভাদ্রমাসের শুক্লপক্ষের একাদশীতে আদিবাসীদের লোক পার্বণে উদযাপিত কৃষি ও প্রকৃতির জয়গান
স্থানীয় বাসিন্দাদের কথায়, “এটা শুধু রাজবাড়ির পুজা নয়, জলপাইগুড়ির গর্ব। প্রস্তুতি না দেখলে যেন উৎসবই অসম্পূর্ণ।”এই পুজো ঘিরে রয়েছে নানা রীতি-নীতি আর রহস্য। পুরনো প্রথা মেনে আজও চলতে থাকে সেই সব আচার-আচরণ, যা একে আলাদা করে তোলে অন্য পুজো থেকে। তাই রাজবাড়ির দুর্গোৎসব কেবল পূজা নয়, এটি যেন এক অমূল্য স্মৃতির ভান্ডার।এবারও শরতের আবাহনে বৈকন্ঠপুর রাজবাড়ি ঢুকে পড়েছে উৎসবের উন্মাদনায়।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Traditional Durga Puja: ঠাকুরদালানে শরতের রোদের আঁকিবুকি, ৫১৬ বছরের প্রাচীন দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে বৈকুণ্ঠপুর রাজবাড়িতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement