Tribal Festival: ভাদ্রমাসের শুক্লপক্ষের একাদশীতে আদিবাসীদের লোক পার্বণে উদযাপিত কৃষি ও প্রকৃতির জয়গান
- Reported by:Ranjan Chanda
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Folk Culture: গ্রামীণ সংস্কৃতির এক ধারা, ঠিক আছে সূচনায় যা করেন কুড়মিরা, জানুন।
advertisement
জানা যায়, পাত্রে বালি ভরে তাতে নির্দিষ্ট উপাচার মেনে বিভিন্ন শষ্যবীজ বপন করা হয়।বপনের আগে বীজগুলোতে হলুদ মাখিয়ে দেওয়ার রীতি রয়েছে। যা বীজের প্রতিষোধক হিসেবে কাজ করে।এরপর উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পরব উদযাপন করা হয়। করম পরব মূলত কৃষি কেন্দ্রিক উৎসব।বৃষ্টির সময় এই পরবে মাতে কুড়মি সম্প্রদায়ের মানুষ। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
বাংলা ক্যালেন্ডার অনুসারে, ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে 'করম পুজো' অনুষ্ঠিত হলেও এর প্রস্তুতি শুরু হয় উৎসবের তিনদিন, পাঁচদিন, সাতদিন অথবা ন'দিন আগের থেকেই। তারই শুভারম্ভ হল এই বালি তোলা বা জাওয়া পাঁতার মধ্য দিয়ে। এরপর সাতদিন ধরে চলবে এর পরিচর্যা।এখান থেকে নিয়ে গিয়ে এগুলিকে লায়া বা মাহাত ঘরে প্রতিস্থাপন করা হয় এবং প্রত্যেক দিন নিয়ম করে এগুলিকে বের করে হলুদ জল দেওয়া হয় এবং গান ও নাচ করে করে জাওয়ার চারপাশে বেড়ানো(প্রদক্ষিণ) করা হয়।শেষদিন করম পরবের মূল অনুষ্ঠান। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
কেবলমাত্র কুড়মি, মাহাত জনজাতিই করম পরব উদযাপন করেন না, অন্যান্য আদিবাসী সম্প্রদায়ও এই উৎসব পালন করেন।শিক্ষক বিপ্লব মাহাত বলেন, কৃষিকাজের প্রয়োজনে শষ্যবীজ সম্পর্কে সাম্যক জ্ঞান অর্জন; সেই সঙ্গেই অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে স্বচক্ষে পর্যবেক্ষণ এবং পরিচর্যার শিক্ষা গ্রহণ করা এই পরবের অন্যতম উদ্দেশ্য। করম পরবের রীতি রেওয়াজ, প্রাগৈতিহাসিক যুগে কৃষি আবিষ্কারের পর থেকেই অনুসরণ হয়ে আসছে বলেই কুড়মি সম্প্রদায়রা মনে মনেন।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement








