Sundarban Royal Bengal Tiger Video|| সুন্দরবনে নদীর চড়ে জোড়া বাঘের তীব্র লড়াই! রুদ্ধশ্বাস দৃশ্য পর্যটকের ক্যামেরাবন্দি, দেখুন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Royal Bengal Fight at Sundarban: শীতের শুরু হতে না হতেই সুন্দরবনের জঙ্গলে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের । কলকাতা থেকে এক দল পর্যটক সুন্দরবন বেড়াতে আসেন।শুক্রবার দুপুরে দো বাকির জঙ্গলে দেখা মেলে রয়েল বেঙ্গলের।
#সুন্দরবন: সিত্রাং ঘূর্ণিঝড়ে সুন্দরবনের জঙ্গল বন্ধ ছিল তিনদিন। তারপরই খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। সবেই মিটেছে বাঙালির দুর্গাপুজো তারপরে কালীপুজো। আর কয়েক দিনের অপেক্ষায় তারপরেই শীতের আমেজে মজবে বাংলা। আর শীতের আমেজ মানেই সুন্দরবনে পর্যটকের ঢল নামবে। সেই সময়ে যদি ভাগ্যে থাকে, তাহলে দেখা মেলে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের।
শীতে বহু দেশ-বিদেশ থেকে পর্যটকরা সুন্দরবনে ঘুরতে যান। সুন্দরবনের অপরূপ রূপ মনকে ভরিয়ে তোলে। সবুজে ঘেরা সুন্দরবনের প্রবেশদ্বার কুলতলী-কৈখালী। শীত পড়তেই শুরু হয় পর্যটকদের আনাগোনা। কিন্তু এ বারে শীতের আগেই খুশির খবর পর্যটকদের জন্য। কারণ দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের।
আরও পড়ুনঃ আম বাগানে ওটা কী! কিছুক্ষণেই তোলপাড় মালদহ, ঘনাচ্ছে গভীর রহস্য
কলকাতা থেকে একদল পর্যটক সুন্দরবন বেড়াতে আসেন। যাদবপুরের সেই দলে ছিলেন ১৭ জন। তাঁরাই সুন্দরবনের দো বাঁকি জঙ্গলে রয়্যাল বেঙ্গল দেখতে পান। সেই ছবি ক্যামেরাবন্দি করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ খাদ্য দফতরের অস্থায়ী কর্মী মানিক ভট্টাচার্যের ছেলে সৌরভ! মাসিক বেতন শুনলে মাথায় আকাশ ভেঙে পড়বে
গত বছর শীতের মরশুমে একা ধিক বার একাধিক জঙ্গলে দক্ষিণরায়ের দেখা মিলেছিল। শীতের আমেজ আসতে না আসতেই আবারও রয়েল বেঙ্গল দেখতে পেলেন পর্যটকরা। তবে এ বারে বাড়তি পাওনা জোড়া বাঘের। নদীর চরে দুই বাঘের লড়াই। প্রায় ২ মিনিট ধরে সেই লড়াই ক্যামেরাবন্দি হয়েছে।
advertisement
এক পর্যটক বলেন, "শীত অল্প অল্প সবেমাত্র পড়তে শুরু করেছে। ভিড় এড়াতেই আগে থেকে পরিবার নিয়ে সুন্দরবন এসেছি। ভাবতে পারিনি এ ভাবে বাঘের দর্শন পেয়ে যাব। বাঘের দেখে খুব খুশি পরিবারের সদস্যরা। বিরল এক লড়াই ক্যামেরাবন্দি করেছি।"
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 1:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban Royal Bengal Tiger Video|| সুন্দরবনে নদীর চড়ে জোড়া বাঘের তীব্র লড়াই! রুদ্ধশ্বাস দৃশ্য পর্যটকের ক্যামেরাবন্দি, দেখুন