Malda News|| আম বাগানে ওটা কী! কিছুক্ষণেই তোলপাড় মালদহ, ঘনাচ্ছে গভীর রহস্য

Last Updated:

Malda body recover: আম বাগান থেকে যুবককের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্যের দানা বেঁধেছে। পরিবারের লোকেদের দাবি কেউ বা কারা শ্বাসরোধ করে খুন করে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে।

#মালদহঃ আমবাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্যের দানা বেঁধেছে। পরিবারের লোকেদের দাবি, কেউ বা কারা শ্বাসরোধ করে খুন করে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে। যদিও পুলিশ দেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
শনিবার সকালে মালদহের ইংরেজবাজার থানার সাত্তারি গ্রামে ঘটনাটি ঘটেছে। গ্রামের বাসিন্দারা প্রথমে দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। দেহটি চিহ্নিত করে পরিবারের লোকেদের ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। হঠাৎ কীভাবে মৃত্যু হল ওই যুবকের তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
advertisement
আরও পড়ুনঃ নামছে পারদ, সপ্তাহান্তে শীতের আমেজে বেড়িয়ে আসুন বীরভূম, আজকের আবহাওয়া জানুন
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ইন্দ্রজিৎ ঘোষ (২৬)। বাড়ি ইংরেজবাজার থানার সাত্তারি গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে বাড়িতেই ছিল ওই যুবক। শনিবার ভোর নাগাদ বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পরে। সকালবেলা পরিবারের লোকেরা খবর পায় গ্রামের পাশে সাত্তারি ব্রিজ সংলগ্ন আমবাগানে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আম বাগান।
advertisement
advertisement
এ দিন সকালে গ্রামের বাসিন্দারা আম বাগানের মধ্যে প্রথম দেখতে পায় দেহটি। পরিবারের লোকেদের দাবি, সমস্ত কিছু ঠিকঠাকই ছিল। কোনও মানসিক অবসাদ পর্যন্ত ছিল না। পরিবারে লোকেদের অভিযোগ, কেউ বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করেছে। শ্বাসরোধ করে খুন করার পর আম বাগানে ঝুলিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ খাদ্য দফতরের অস্থায়ী কর্মী মানিক ভট্টাচার্যের ছেলে সৌরভ! মাসিক বেতন শুনলে মাথায় আকাশ ভেঙে পড়বে
মৃতের এক আত্মীয় সৌরভ ঘোষ বলেন, বিষয়টি সকালে আমরা জানতে পেরেছি। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমবাগানের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেহটি উদ্ধার হয়েছে। আম বাগানে যে অবস্থায় দেহটি ঝুলছিল তা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ বা কারা খুন করে ঝুলিয়ে দিয়েছে। প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আমাদের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে। কারণ তার কোন মানসিক অবসাদ ছিল না। কারও সঙ্গে কোনও বিবাদ ছিল কিনা সে বিষয়ে আমাদের কোনও ধারণা নেই। কে বা কারা খুন করল সেটিও আমরা জানি না। পুলিশের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।
advertisement
এ দিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News|| আম বাগানে ওটা কী! কিছুক্ষণেই তোলপাড় মালদহ, ঘনাচ্ছে গভীর রহস্য
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement