Birbhum Weather Forecast|| নামছে পারদ, সপ্তাহান্তে শীতের আমেজে বেড়িয়ে আসুন বীরভূম, আজকের আবহাওয়া জানুন

Last Updated:

Temperature dropped winter coming soon at West Bengal: কালীপুজোর পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা পারদ হু হু করে নামতে শুরু করেছে।

হালকা শীতের আমেজ বীরভূমে
হালকা শীতের আমেজ বীরভূমে
#বীরভূম: কালীপুজোর পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা পারদ হু হু করে নামতে শুরু করেছে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে বীরভূমে। তাপমাত্রার এই পারদ নামতে শুরু করার ফলে হালকা শীতের আমেজ পেতে শুরু করেছেন বীরভূমের বাসিন্দারা, তবে তা রাত এবং ভোরের দিকে। দিনের দিকে তাপমাত্রা বেশি থাকতে দেখা যাচ্ছে।
এমনিতেই দক্ষিণবঙ্গের জেলাগুলির তুলনায় শীত এবং গ্রীষ্মের সময় তাপমাত্রার বড় হেরফের দেখা যায় বীরভূমের বিভিন্ন প্রান্তে। কালীপুজোর পর থেকেই সকাল এবং রাতে হালকা শীতের আমেজ শুরু হলেও অবশ্য হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, ভরপুর শীতের আমেজ বাংলার বাসিন্দারা উপভোগ করতে পারবেন ১৫ ডিসেম্বর থেকে।
আরও পড়ুনঃ খাদ্য দফতরের অস্থায়ী কর্মী মানিক ভট্টাচার্যের ছেলে সৌরভ! মাসিক বেতন শুনলে মাথায় আকাশ ভেঙে পড়বে
শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন জেলার আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন দেখা যাবে না। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনওরকম সম্ভাবনা এই মুহূর্তে নেই। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে দেখা যাবে। কোনও কোনও দিন ১৮-১৯ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। তবে অধিকাংশ দিন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির কাছাকাছি। আবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ কম থাকলেও সর্বোচ্চ তাপমাত্রার পারদ কিন্তু ৩০ ডিগ্রির উপরেই থাকবে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে শনিবারের আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে, এ দিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। দিনভর আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum Weather Forecast|| নামছে পারদ, সপ্তাহান্তে শীতের আমেজে বেড়িয়ে আসুন বীরভূম, আজকের আবহাওয়া জানুন
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement