Tourism Industry: অস্বাভাবিক গরমে ধাক্কা খেয়েছে পর্যটন, বৃষ্টির অপেক্ষায় ব্যবসায়ীরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Tourism Industry: বাংলার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম পুরুলিয়া। কমবেশি সারা বছরই পর্যটকদের আনাগোনা গেলে থাকে লাল মাটির এই জেলাতে। জেলার অর্থনীতি অনেকটাই পর্যটনের উপর নির্ভরশীল
পুরুলিয়া: তীব্র দাবদাহে ভয়ঙ্কর ক্ষতির মুখে পর্যটন শিল্প। এবারের গরমের শুরুতেই বাংলার পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা ৪৪-৪৬ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়। এমনকি দেশের মধ্যে সবচেয়ে উষ্ণতম স্থান হয়ে দাঁড়ায় এখানকারই বিভিন্ন জায়গা। ফলে গরমের ছুটি পড়লেও এই দহনজ্বালা থেকে বাঁচতে এবার যেন পুরুলিয়ার দিক থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
মাঝে কয়েকটা দিন বৃষ্টির দেখা মেলায় কিছুটা হলেও আবহাওয়ার পরিবর্তন হয়েছিল কিন্তু পুনরায় আবারও তীব্র রোদের দাপট শুরু হয়েছে। আর তাতেই চড়চড় করে চড়ছে পারদ। বাংলার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম পুরুলিয়া। কমবেশি সারা বছরই পর্যটকদের আনাগোনা গেলে থাকে লাল মাটির এই জেলাতে। জেলার অর্থনীতি অনেকটাই পর্যটনের উপর নির্ভরশীল। কিন্তু এবার অস্বাভাবিক তাপপ্রবাহের জেরে রীতিমত ধুঁকছে পর্যটন ব্যবসা।
advertisement
advertisement
এই নিয়ে পর্যটন ব্যবসায়ীরা বলেন, গরমের কারণে পর্যটকদের দেখা নেই বললেই চলে। কিছু আগের বুকিং ছিল, তারাই শুধু আসছে। একমাত্র বৃষ্টি হলেই আবার পরিস্থিতির উন্নতি হতে পারে বলে তাঁরা মন্তব্য করেন। পুরুলিয়ার বিখ্যাত অযোধ্যা পাহাড় থেকে শুরু করে নির্মল প্রকৃতির বুকে বিভিন্ন হোম-স্টে ও ক্যাম্প, সর্বত্রই এখন পর্যটকের দেখা নেই অবস্থা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2024 1:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tourism Industry: অস্বাভাবিক গরমে ধাক্কা খেয়েছে পর্যটন, বৃষ্টির অপেক্ষায় ব্যবসায়ীরা