Youth Death: ভোটের ছুটিতে দেদার আনন্দ, বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে তলিয়ে গেল যুবক
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Youth Death: বাড়ি থেকে প্রায় ৪-৫ কিলোমিটার দূরত্বে এই পুকুরে এদিন কয়েকজন বন্ধুর সঙ্গে স্নান করতে এসেছিল সুদীপ্ত। সেখানেই ঘটে এই দুর্ঘটনা
হাওড়া: বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে যাওয়াই কাল হল। সোমবার জেলার মানুষ যখন ব্যস্ত ভোট উৎসবে, ঠিক সেই সময় নিঃশব্দে ঝরে গেল একটা তরতাজা প্রাণ। সুদীপ্ত নস্করের বয়স ২০ বছর হলেও ভোটার তালিকায় নাম ছিল না। এদিকে সোমবার ভোটগ্রহণ ঘিরে গোটা হাওড়া জেলায় ছুটি ছিল। তাই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি থেকে বেরিয়ে ছিল সুদীপ্ত। তারপর আর বাড়ি আসেনি সে। দুপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় এই যুবকের।
ঘটনাটি ঘটেছে পাঁচলার গঙ্গাধরপুর পানিহিজলি সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে , মৃত ওই যুবকের বাড়ি সাঁকরাইল থানার অন্তর্গত ধুলাগোড় গ্রামে। বাড়ি থেকে প্রায় ৪-৫ কিলোমিটার দূরত্বে এই পুকুরে এদিন কয়েকজন বন্ধুর সঙ্গে স্নান করতে এসেছিল সুদীপ্ত। ফাঁকা জলাভূমির মাঝে বিশাল আকারের পুকুরটি গত কয়েক বছর আগে খনন করা হয়েছিল। প্রায় ৪০ থেকে ৫০ ফুট গভীর ওই পুকুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিল ওই যুবক। কিন্তু সে সাঁতার জানত না। তাই হঠাৎ তলিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: জল পান করতে এসেও শুকনো গলায় ফিরতে হচ্ছে হাতির দলকে, পরিচিত দৃশ্য দেখতে না পেয়ে হতাশ পর্যটকরা
advertisement
এলাকার মানুষের থেকে খবর পেয়ে দুপুর ১ টা নাগাদ ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়। এরপর ওই গভীর পুকুরে ডুবুরি নামিয়ে উদ্ধার কাজ শুরু হয়। প্রায় ৫-৬ ঘণ্টা পর উদ্ধার হয় সুদীপ্তর দেহ। দেহ উদ্ধার করে নিয়ে যায় পাঁচলা থানার পুলিশ। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য দেহটি উলুবেড়িয়ায় পাঠানো হয়। এই ঘটনায় ভেঙে পড়েছে মৃত যুবকের পরিবারের সদস্যরা।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2024 12:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Youth Death: ভোটের ছুটিতে দেদার আনন্দ, বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে তলিয়ে গেল যুবক