Elephant: জল পান করতে এসেও শুকনো গলায় ফিরতে হচ্ছে হাতির দলকে, পরিচিত দৃশ্য দেখতে না পেয়ে হতাশ পর্যটকরা

Last Updated:

Elephant: কার্যত খরার চেহারা নিয়েছে ডুয়ার্স। তীব্র রোদে মরমর হয়ে যাচ্ছে গাছ, শুকিয়ে যাচ্ছে জলাশয়। জলপাইগুড়ির গাজলডোবার রাস্তার পাশের ক্যানেলের বর্তমান পরিস্থিতি এমনই। ফলে সেখানে জল পান করতে এসে শুকনো গলাতেই ফিরতে হচ্ছে হাতিদের

জল কষ্ট হাতির 
জল কষ্ট হাতির 
জলপাইগুড়ি: গলা ভেজাতে গিয়ে তৃষ্ণার্ত হয়েই ফিরে আসতে হচ্ছে। জলের অভাবে গলা ভেজাতে পারছে না হাতির দল। ফলে হাতিরদের দলবেঁধে জলপানের প্রতি বিখ্যাত দৃশ্য দেখার সুযোগ হারাচ্ছেন পর্যটকরাও। স্বাভাবিকভাবে তাঁদেরও মন খারাপ।
এখন উত্তরবঙ্গেও তীব্র গরম। প্রবল তাপে বিভিন্ন জলাশয়, খালের জল বাষ্প হয়ে শুকিয়ে যাচ্ছে। ফলের সাধারণ মানুষের পাশাপাশি বন্যপ্রাণীরাও ব্যাপক সঙ্কটে পড়েছে৷ পান করার মত জলটুকু পাচ্ছে না তারা।
advertisement
কার্যত খরার চেহারা নিয়েছে ডুয়ার্স। তীব্র রোদে মরমর হয়ে যাচ্ছে গাছ, শুকিয়ে যাচ্ছে জলাশয়। জলপাইগুড়ির গাজলডোবার রাস্তার পাশের ক্যানেলের বর্তমান পরিস্থিতি এমনই। ফলে সেখানে জল পান করতে এসে শুকনো গলাতেই ফিরতে হচ্ছে হাতিদের। অথচ এক সময় হাতিদের অবাধ আনাগোনা ছিল এ‌ই ক্যানেলে। তৃষ্ণা মেটানোর পাশাপাশি এখানে স্নান করতেও দেখা যেত হাতিদের। কিন্তু গরম পড়তেই বন্ধ হয়েছে ক্যানেলের জল ছাড়া।
advertisement
এদিকে ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকরা হাতিদের বিভিন্ন অঙ্গভঙ্গি, দল বেঁধে জল পান, স্নান করার সময় লুটোপুটি খাওয়ার দৃশ্য দেখার জন্য গজলডোবার এই ক্যানেলের কাছে ভিড় করতেন। কিন্তু এবার আর সেই দৃশ্য দেখা যাচ্ছে না। ফলে অনেক আশা নিয়ে আসা পর্যটকরা কিছুটা হলেও মুষড়ে পড়ছেন। ফলে মুখ বেজার করেই ফিরতে হচ্ছে পর্যটকদের। এদিকে তীব্র জলকষ্টে ভুগছে হাতিরাও। অনাবৃষ্টিতে সমস্যার সম্মুখীন সকলেই। এখন চাতক পাখির মত বৃষ্টির আশায় দিন গুনছে জলপাইগুড়িবাসী।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant: জল পান করতে এসেও শুকনো গলায় ফিরতে হচ্ছে হাতির দলকে, পরিচিত দৃশ্য দেখতে না পেয়ে হতাশ পর্যটকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement