Tour Plan: রাশি রাশি ফুলে রাঙা চারপাশ, 'আগুন' নেভার আগে ছুঁয়ে আসুন পলাশবন! জীবনে ভুলতে পারবেন না...
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Tour Plan: কংসাবতী নদী তীরে বড়দি পাহাড়ে পৌঁছনোর আগে থেকে পৌঁছনো পর্যন্ত রাস্তার দু'পাশে সারি সারি আগুনরঙা পলাশ আপনার অপেক্ষায়। অল্প খরচে ঘুরে আসুন...
বাঁকুড়া: জঙ্গলমহলের আকাশ এই মুহূর্তে ছেয়ে গিয়েছে আগুনরঙা পলাশে। রাশি রাশি পলাশে রাঙা চারপাশ। পথের দু’পাশে ছড়িয়ে রয়েছে তা। বসন্তোৎসব পালন করা হয় গেলেও, বসন্ত রয়েছে পুরোদমে।
দোল শেষ বলে পর্যটকদের আনাগোনাও কমবে এবার বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম পর্যটন কেন্দ্র বড়দি পাহাড়েও। যেখানে সারা দিনের পাশাপাশি বিকালে পশ্চিমে ঢলে পড়া সূর্যের লাল আভায় আরও উজ্জ্বল হয় বসন্তের ফুল।
কংসাবতী নদীর তীরে বড়দি পাহাড়ে পৌঁছানোর আগে থেকে পৌঁছনো পর্যন্ত রাস্তার দু’পাশে সারি সারি পলাশের গাছ। যা পরিবেশের শোভা দ্বিগুণ বাড়িয়েছে। যতদূর চোখ যায় তত দূরে রাঙা পলাশে ছেয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবে বসন্তের আর এই কটা দিনে পরিযায়ী পর্যটকদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে এই এলাকা।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘রং মেখে মেয়েদের সঙ্গে…’, রাজ কাপুরের বিখ্যাত হোলি পার্টিতে কী হত জানেন? মুখ খুললেন রণধীর
এখানে আসা পর্যটকরা প্রত্যেকেই জানিয়েছেন, মূলত পলাশের টানেই ছুটে আসা। এতটুকুও নিরাশ হতে হয়নি। শুধু এক দু’টো নয়, তাঁরা পলাশের বাগানেই পৌঁছে গিয়েছেন বলে জানান।
আরও পড়ুন: শুঁটকি ভাল রান্না হলে এক থালা ভাত উড়ে যায়! কিন্তু বোঁটকা গন্ধ? ৩ টোটকায় ‘দুর্গন্ধ’ ভ্যানিশ হবেই
বড়দি পাহাড় ইকো রিসর্টের গৌতম কর্মকার বলেন, ‘প্রকৃতি এখানে অকৃপণভাবে পুরো এলাকা সাজিয়ে দিয়েছে। প্রচুর মানুষ প্রতিদিন আসছেন। পলাশের টানেও পর্যটকদের আসার সংখ্যা কম নয় বলে তিনি জানান।’
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2025 8:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tour Plan: রাশি রাশি ফুলে রাঙা চারপাশ, 'আগুন' নেভার আগে ছুঁয়ে আসুন পলাশবন! জীবনে ভুলতে পারবেন না...