Toto: টোটো নিয়ে এবার বিরাট সিদ্ধান্ত, রাস্তায় তিন চাকার দাপাদাপি শেষ
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Toto: প্রায় প্রতি স্টপেজ রাস্তার মোড়ে যাত্রী অপেক্ষায় দাঁড়িয়ে টোটো।
হাওড়া: এবার টোটো নিয়ন্ত্রণের ভাবনায় প্রশাসন। হাত বাড়ালেই টোটো! শহরে গত বছরের তুলনায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু সংখ্যা কম হলেও যানজটের মত সমস্যা লেগে রয়েছে। বর্তমানে শহর, মফঃসল বা গ্রামীণ এলাকায় অল্প দূরত্বে যেতে টোটোর বিকল্প ভাবছে না মানুষ। অল্প খরচে যাত্রার পাশাপাশি গন্তব্যের দোরগোড়ায় পৌঁছে দেয় টোটো। রাস্তায় বের হলেই দেখা মিলবে টোটো। প্রায় প্রতি স্টপেজ রাস্তার মোড়ে যাত্রী অপেক্ষায় দাঁড়িয়ে টোটো। একাংশের যাত্রীদের সফরের টোটো সঙ্গী হলেও এই টোটো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রশাসনের। রাস্তায় যানজট তৈরি হওয়ার অন্যতম কারণ। সুযোগ পেলেই জাতীয় সড়কে দাপিয়ে বেড়াচ্ছে টোটো।
একাংশের যাত্রী সুবিধা থাকলেও শহরে যানজটের মত সমস্যার কারণ টোটো। সেই দিক থেকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে টোটো। টোটো নিয়ে খুব শ্রীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে প্রশাসনের তরফে। পরিবহন দফতরের নির্দেশিকা মেনে টোটোকে কীভাবে ই-রিক্সায় পরিণত করা যায় সে বিষয়েও আলোচনা চলছে বলে জানা গিয়েছে। তবে খুব শ্রীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহের আশ্বাস দেওয়া হয় হাওড়া সিটি পুলিশের তরফ থেকে।
advertisement
advertisement
হাওড়ার বালিটিকুরী নবজাগরণ সংঘে হাওড়া সিটি পুলিশের ও শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি’ র উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচী। সেখানেই উপস্থিত হয়ে এমন কথাই বললেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীন কুমার ত্রিপাঠী। তিনি বলেন হাওড়া শহরে কতগুলি টোটো চলছে তা কাউন্ট করা হয়েছে।
advertisement
এই নিয়ে পূর্বের জেলাশাসকের সঙ্গে একটি বৈঠক হয়েছে। অবৈধ টোটো কারখানা ও চালক সহ সমস্ত বিষয় নিয়ে আলোচনা। খুব শ্রীঘ্রই পরিবহণ দফতরের নির্দেশ মেনে ব্যবস্থা নেওয়া হবে। জানান পুলিশ কমিশনার প্রবীন কুমার ত্রিপাঠী।
প্রসঙ্গত হাওড়া শহরে বিভিন্ন রাস্তায় টোটোর সংখ্যা বেড়েছে। কম দূরত্বে যাতায়াত সমস্যা কম হয়েছে। তবে সমস্যা বেড়েছে যানজটের। তবে বহু যুবক টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করে। উভয় দিক গুরুত্ব রেখে প্রশাসনের সিদ্ধান্ত কি হয় সেদিকে তাকিয়ে মানুষ। রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2023 2:21 PM IST