Kazi Nazrul Islam Airport: দুর্গাপুর থেকে সোজা প্লেনে বেনারস! তীর্থযাত্রীদের জন্য বিশেষ সুবিধা, ভাড়া কত জানেন?

Last Updated:

চালু হয়ে গেল দুর্গাপুর বারাণসী বিমান পরিষেবা, সপ্তাহে ক'দিন কোন সময়ে উড়বে জেনে নিন 

অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর 
অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর 
দুর্গাপুর: দুর্গাপুরের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বারাণসী পর্যন্ত বিমান পরিষেবা চালু হতে চলেছে চলতি মাসেই। বহু অপেক্ষার অবসান ঘটল। ঘোষিত হল বিমানের সময়সূচি। এবার ভ্রমণপিয়াসী মানুষের পাশাপাশি ভক্তরা অতি সহজেই পৌঁছে যাবেন ভারতের মন্দিরের শহর বারাণসীতে। অন্ডাল কাজি নজরুল ইসলাম  বিমানবন্দরের পরিষেবার মুকুটে  জুড়তে চলেছে নতুন পালক।
গত কয়েকমাস আগেই একটি গুরুত্বপূর্ণ কোঅর্ডিনেশন মিটিং হয়েছিল বিমানবন্দরে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি ওই মিটিংয়ে সভাপতিত্ব করেন। এছাড়াও ছিলেন জেলাশাসক পোন্নমবলম এস ও এয়ারপোর্টের ডিরেক্টর কৈলাশ মণ্ডল। ওই বৈঠকে অক্টোবর মাস থেকেই কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বারাণসী বিমান পরিষেবা চালু করা সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
কিন্তু দিনক্ষণ নির্ধারণ করা হয়নি তখনও। কেবল অক্টোবর মাসে ওই রুটের উড়ান পরিষেবা চালুর কথা জানানো হয়েছিল। অবশেষে কোন দিন ও কোন সময়ে বিমান পরিষেবা চালু হবে তা নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের ২৮ তারিখ ওই রুটের পরিষেবা চালু হয়ে যাবে। ইণ্ডিগো সংস্থার বিমান ওই রুটের আকাশপথে সপ্তাহে তিনদিন অর্থাৎ মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার যাতায়াত করবে। দুর্গাপুর থেকে বেলা ১ টা ৪৫ মিনিট নাগাদ ওই বিমান বারাণসীর উদ্দেশ্যে রওনা দেবে।
advertisement
advertisement
বারাণসী পৌঁছে সেখান থেকে আবার ৩ টে ২৫ মিনিটে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে।এমনটাই জানিয়েছেন এয়ারপোর্টের ডিরেক্টর কৈলাশ মণ্ডল।এবার আকাশপথে  হিন্দু ও বৌদ্ধ সহ জৈন ধর্ম অনুসারীদের পবিত্র স্থানে সহজেই পৌঁছে যাবেন আপনারা। পাপ মোচন এবং মোক্ষ লাভের আশায় বহু তীর্থযাত্রী সারা বছর ওই শহরে ভিড় করেন।
advertisement
সেখানে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির।বারাণসীর গঙ্গা নদীর তীরে অবস্থিত দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট তীর্থযাত্রীদের জন্য বিখ্যাত স্থান। বিমান বন্দর সূত্রে জানা গিয়েছে, অন্ডাল বিমানবন্দর থেকে বর্তমানে দিল্লি, চেন্নাই, মুম্বই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ,ভুবনেশ্বর, বাগডোগড়া ও গুয়াহাটির উড়ান চালু রয়েছে।
দীপিকা সরকার
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kazi Nazrul Islam Airport: দুর্গাপুর থেকে সোজা প্লেনে বেনারস! তীর্থযাত্রীদের জন্য বিশেষ সুবিধা, ভাড়া কত জানেন?
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement