Weekend Tour: অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন! রইল খুঁটিনাটি

Last Updated:
Weekend Tour: কম টাকায় ঘুরে আসতে চান? রইল এক গভীর জঙ্গলের ঠিকানা, কলকাতার খুব কাছে। সঙ্গীকে নিয়ে একবার গেলে ফিরে আসতে ইচ্ছে করবে না...
1/8
বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো শেষ, সপরিবারে উমা ফিরে গিয়েছেন নিজের শশুরবাড়ি। তবে দুর্গাপুজোর শেষ হলেও এখনও কিন্তু পুজোর মরশুম শেষ না। এখনও লক্ষ্মী পুজো কালীপুজো বাকি রয়েছে।
বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো শেষ, সপরিবারে উমা ফিরে গিয়েছেন নিজের শশুরবাড়ি। তবে দুর্গাপুজোর শেষ হলেও এখনও কিন্তু পুজোর মরশুম শেষ না। এখনও লক্ষ্মী পুজো কালীপুজো বাকি রয়েছে।
advertisement
2/8
আর এই পুজোর ছুটিতে আপনি যদি প্ল্যান করে থাকেন যে বীরভূমের তারাপীঠ আসবেন তাহলে তারাপীঠের মা তারার মন্দির দর্শন করার পর আপনি চলে যেতে পারেন এই গভীর জঙ্গলে। যে জঙ্গলে গেলে আপনি সপরিবারে অনেকটা আনন্দে মেতে উঠতে পারবেন। আর এই বৃষ্টির দিনে এই জঙ্গলের রূপ যেন আরও কয়েকগুণ বেশি বৃদ্ধি পেয়ে যায়।
আর এই পুজোর ছুটিতে আপনি যদি প্ল্যান করে থাকেন যে বীরভূমের তারাপীঠ আসবেন তাহলে তারাপীঠের মা তারার মন্দির দর্শন করার পর আপনি চলে যেতে পারেন এই গভীর জঙ্গলে। যে জঙ্গলে গেলে আপনি সপরিবারে অনেকটা আনন্দে মেতে উঠতে পারবেন। আর এই বৃষ্টির দিনে এই জঙ্গলের রূপ যেন আরও কয়েকগুণ বেশি বৃদ্ধি পেয়ে যায়।
advertisement
3/8
এখানে যে জঙ্গলের নাম করা হচ্ছে সেই জঙ্গলটি হলও বীরভূমের গণপুরের ঘন জঙ্গল। বীরভূমের তারাপীঠ থেকে মাত্র ১৭ কিলোমিটার এবং আপনি যদি বীরভূমের রামপুরহাট রেলস্টেশনে নেমে সেখান থেকে যেতে চান তাহলে মাত্র ২১ কিলোমিটার দূরে পড়বে এই ঘন জঙ্গল। রামপুরহাট থেকে সিউড়ি যাওয়ার রাস্তায় মল্লারপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে বাঁধের রাস্তা হয়ে জঙ্গলের সুন্দর দৃশ্যপটের মধ্য দিয়ে শিবপাহাড়ি মন্দির যাওয়া যায়।
এখানে যে জঙ্গলের নাম করা হচ্ছে সেই জঙ্গলটি হলও বীরভূমের গণপুরের ঘন জঙ্গল। বীরভূমের তারাপীঠ থেকে মাত্র ১৭ কিলোমিটার এবং আপনি যদি বীরভূমের রামপুরহাট রেলস্টেশনে নেমে সেখান থেকে যেতে চান তাহলে মাত্র ২১ কিলোমিটার দূরে পড়বে এই ঘন জঙ্গল। রামপুরহাট থেকে সিউড়ি যাওয়ার রাস্তায় মল্লারপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে বাঁধের রাস্তা হয়ে জঙ্গলের সুন্দর দৃশ্যপটের মধ্য দিয়ে শিবপাহাড়ি মন্দির যাওয়া যায়।
advertisement
4/8
এখানেই রয়েছে কালাপাহাড়ের স্মৃতিবাহী শিব মন্দির। আপনি তারাপীঠ পুজো দিতে এসে যে কোনও গাড়ি ভাড়া করে সোজা পৌঁছে যেতে পারেন এই গণপুরের গভীর জঙ্গল থেকে। তার জন্য আপনাকে খরচ করতে হবে মাথাপিছু ৫০ টাকার কাছাকাছি।
এখানেই রয়েছে কালাপাহাড়ের স্মৃতিবাহী শিব মন্দির। আপনি তারাপীঠ পুজো দিতে এসে যে কোনও গাড়ি ভাড়া করে সোজা পৌঁছে যেতে পারেন এই গণপুরের গভীর জঙ্গল থেকে। তার জন্য আপনাকে খরচ করতে হবে মাথাপিছু ৫০ টাকার কাছাকাছি।
advertisement
5/8
এছাড়াও আপনি যদি ডাইরেক্ট কলকাতা, শিয়ালদহ অথবা হাওড়া থেকে কোনও ট্রেন ধরে চলে আসেন তাহলে আপনি রামপুরহাট, মল্লারপুর, অথবা তারাপীঠ স্টেশনে নেমে খুব সহজেই এই জঙ্গল ঘুরে আসতে পারবেন। তবে মল্লারপুর স্টেশনে নামলেই আপনার এই জঙ্গল অনেকটাই কাছে হবে।
এছাড়াও আপনি যদি ডাইরেক্ট কলকাতা, শিয়ালদহ অথবা হাওড়া থেকে কোনও ট্রেন ধরে চলে আসেন তাহলে আপনি রামপুরহাট, মল্লারপুর, অথবা তারাপীঠ স্টেশনে নেমে খুব সহজেই এই জঙ্গল ঘুরে আসতে পারবেন। তবে মল্লারপুর স্টেশনে নামলেই আপনার এই জঙ্গল অনেকটাই কাছে হবে।
advertisement
6/8
কিন্তু এই গণপুরের মধ্যে থাকার তেমন খুব একটা জায়গা নেই। তবে গনপুরের বনবাংলোয় থাকার ইচ্ছা থাকলে যোগাযোগ করতে হবে ডিভিশনাল ফরেস্ট অফিসারের সঙ্গে। যোগাযোগের যে নম্বরটি সেটি হলও ০৩৪৬২২৫৫২৬২। তবে সবচেয়ে ভাল হবে আপনি যদি তারাপীঠে রাত্রিবাস করে সকাল দিকে এই ঘন জঙ্গলটি ঘুরে আসেন তাহলে। এছাড়াও আপনি রামপুরহাট রেল স্টেশনে নেমে সেখান থেকে টোটো ভাড়া করে যে কোনও হোটেলে রাত্রি বাস করুন এবং তারপরে সকালে পৌঁছে যান এই জঙ্গল। এই জঙ্গল ঘুরে আপনি সেখান থেকে প্রাচীন শিব মন্দিরটাও দর্শন করে নিতে পারবেন।
কিন্তু এই গণপুরের মধ্যে থাকার তেমন খুব একটা জায়গা নেই। তবে গনপুরের বনবাংলোয় থাকার ইচ্ছা থাকলে যোগাযোগ করতে হবে ডিভিশনাল ফরেস্ট অফিসারের সঙ্গে। যোগাযোগের যে নম্বরটি সেটি হলও ০৩৪৬২২৫৫২৬২। তবে সবচেয়ে ভাল হবে আপনি যদি তারাপীঠে রাত্রিবাস করে সকাল দিকে এই ঘন জঙ্গলটি ঘুরে আসেন তাহলে। এছাড়াও আপনি রামপুরহাট রেল স্টেশনে নেমে সেখান থেকে টোটো ভাড়া করে যে কোনও হোটেলে রাত্রি বাস করুন এবং তারপরে সকালে পৌঁছে যান এই জঙ্গল। এই জঙ্গল ঘুরে আপনি সেখান থেকে প্রাচীন শিব মন্দিরটাও দর্শন করে নিতে পারবেন।
advertisement
7/8
এলাকা স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানা যায় আজ থেকে প্রায় ৫০০ বছর পুরনো শ্রী শ্রী বাবা সিদ্ধিনাথের মন্দির। মন্দিরের ভেতরে গেলে দেখা যাবে বিশাল বড় আকারে একটি শিবলিঙ্গ রয়েছে প্রত্যেক দিন নিত্য পুজোর পাশাপাশি শ্রাবণ মাসে এবং শিবরাত্রির দিন কয়েক হাজার ভক্তের সমাগম। শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার কয়েক হাজার ভক্তদের খিচুড়ির প্রসাদ খাওয়ানো হয়।
এলাকা স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানা যায় আজ থেকে প্রায় ৫০০ বছর পুরনো শ্রী শ্রী বাবা সিদ্ধিনাথের মন্দির। মন্দিরের ভেতরে গেলে দেখা যাবে বিশাল বড় আকারে একটি শিবলিঙ্গ রয়েছে প্রত্যেক দিন নিত্য পুজোর পাশাপাশি শ্রাবণ মাসে এবং শিবরাত্রির দিন কয়েক হাজার ভক্তের সমাগম। শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার কয়েক হাজার ভক্তদের খিচুড়ির প্রসাদ খাওয়ানো হয়।
advertisement
8/8
এছাড়াও আপনি যদি এই সময়ে এই জঙ্গল ঘুরতে যান তাহলে এই জঙ্গলের মধ্যেই নিজেরাই রান্নাবান্না করে দুপুরের খাওয়াটা সেরে আপনার নিজের গন্তব্যস্থলে পৌঁছে যান। পরিবার-পরিজনদের নিয়ে এই জঙ্গল ভ্রমণ হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভ্রমণ ডেস্টিনেশন। (বীরভূম, সৌভিক রায়)
এছাড়াও আপনি যদি এই সময়ে এই জঙ্গল ঘুরতে যান তাহলে এই জঙ্গলের মধ্যেই নিজেরাই রান্নাবান্না করে দুপুরের খাওয়াটা সেরে আপনার নিজের গন্তব্যস্থলে পৌঁছে যান। পরিবার-পরিজনদের নিয়ে এই জঙ্গল ভ্রমণ হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভ্রমণ ডেস্টিনেশন। (বীরভূম, সৌভিক রায়)
advertisement
advertisement
advertisement