TMC Leader: 'শৃঙ্খলা ভেঙেছেন', পুজো মিটতেই পাঁচ তৃণমূল নেতাকে বহিষ্কার! কারা সেই নেতা জানেন? পরিচয় শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
TMC Leader: দলের প্রথমসারির পাঁচজন নেতাকে বহিষ্কার করলেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান ২ নং ব্লকের সভাপতি পরমেশ্বর কোনার।
বর্ধমান: পুজো মিটতে না মিটতেই শাসকদল তৃণমূলে বিশৃঙ্খলা। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে দলের পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর ১ পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায় সহ দলের প্রথমসারির পাঁচজন নেতাকে বহিষ্কার করলেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান ২ নং ব্লকের সভাপতি পরমেশ্বর কোনার।
advertisement
পরমেশ্বর জানিয়েছিলেন, ”জয়দেব বন্দ্যোপাধ্যায় সহ পাঁচজন দলের শৃঙ্খলা ভেঙেছেন। দলের কাজ করছেন না। উপরন্তু দল এবং প্রশাসনের বিরুদ্ধে লাগাতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন। তাই ব্লক কমিটির সিদ্ধান্তে তাদের তিন বছরের জন্য বহিষ্কার করা হচ্ছে।”
advertisement
advertisement
জয়দেব বন্দ্যোপাধ্যায় ব্লকের প্রাক্তন সহ সভাপতি। বাকি বহিষ্কৃতরা হলেন লবকুমার দাস, সব্যসাচী চৌধুরী, তুষার সামন্ত, অম্বিকা দাস ও জরু আলম। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন ব্লক সভাপতি।
advertisement
অন্যদিকে বহিষ্কৃত উপপ্রধান জানান, তিনি কিছুই জানেন না এ ব্যাপারে। তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে যা উনি বলেছেন, তা কেন বলেছেন, আমি জানি না। আমার যা বলার, আমি দলের কাছে বলব।’‘
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2025 5:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Leader: 'শৃঙ্খলা ভেঙেছেন', পুজো মিটতেই পাঁচ তৃণমূল নেতাকে বহিষ্কার! কারা সেই নেতা জানেন? পরিচয় শুনে চমকে উঠবেন