Toto: পুজোরে আগে ফের একটি রুটে টোটো বন্ধের নির্দেশ! চালকদের বিক্ষোভ চরমে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Toto: বারুইপুর থানার সামনে টোটো চালকদের বিক্ষোভ। যানজট নিয়ন্ত্রণে উদ্যোগী নিয়ে ছিল বারুইপুর পুলিশ জেলা।
বারুইপুর: বারুইপুর থানার সামনে শুরু হল টোটো চালকদের বিক্ষোভ। যানজট নিয়ন্ত্রণে উদ্যোগী নিয়ে ছিল বারুইপুর পুলিশ জেলা। আগামী ৯ অক্টোবর থেকে বারুইপুরে ফুলতলা থেকে যোগী বটতলা পর্যন্ত প্রধান রাস্তায় কোন টোটো চলাচল করা যাবে না বলে নির্দেশ দিয়েছে পুলিশ।
রাস্তার ধারে বেআইনি পার্কিং করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই অবৈধভাবে রাস্তার ধরে ইমারতী দ্রব্য ফেলে রাখেন। সেইসবের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরেই যানজটের সমস্যায় জেরবার বারুইপুরের বাসিন্দারা।
আরও পড়ুনঃ ৭ জেলায় পরিস্থিতির অবনতির আশঙ্কা! ছুটির দিনে আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যসচিব
অভিযোগ, গত কয়েক বছরে টোটোর সংখ্যা বেড়েছে হু হু করে। বারাইপুর শহরে রাস্তাঘাটে অনিয়ন্ত্রিত ভাবে চলাচল করছে টোটো। তার ফলেই বাড়ছে যানজট। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সেই কারণেই এ বার টোটো নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে পুলিশ। তবে পুলিশের সিদ্ধান্তে অখুশি টোটো চালকরা।
advertisement
advertisement
টোটো চালকেরা জানান, প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো হবে।রবিবার বারুইপুর থানার সামনে বারুইপুর থানা সামনে টোটো চালকরআ বিক্ষোভ দেখান। ৯ অক্টোবর থেকে টোটো চলাচল বন্ধের নির্দেশ জারি করার জন্য সব টোটো মালিকরা এই বিক্ষোভেবে সামিল হয়েছেন।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 11:35 AM IST