India-Bangladesh: পেট্রাপোল বন্দর দিয়ে রফতানি কম হওয়ায় ও বনগাঁ শহরের যানজট কাটাতে দুই দেশের বৈঠক 

Last Updated:

India-Bangladesh: পেট্রাপোল বন্দর দিয়ে রপ্তানি কম হওয়ায় ও বনগাঁ শহরের যানজট কাটাতে দুই দেশের বৈঠক হলো নোম্যান্সল্যান্ডে ।

Meeting held at no man's land of India and Bangladesh- Photo-PTI
Meeting held at no man's land of India and Bangladesh- Photo-PTI
#বনগাঁ: সাম্প্রতিক আমদানি কম করছে বাংলাদেশ। ফলে পেট্রাপোল (Petrapole) বন্দর এলাকা, বিভিন্ন পার্কিং সহ বনগাঁ শহরে দীর্ঘ দিন ধরে প্রচুর ট্রাক দাড়িয়ে থাকছে ৷ ফলে রফতানির খরচ বেড়ে সমস্যায় পড়ছে ব্যাবসায়ীরা। রাস্তায় জানজট (Traffic Jam) হয়ে সমস্যায় পড়ছে সাধারণ যাত্রীরা । এবার সমস্যা সমাধানে পদক্ষেপ করল দু-দেশের (Indo-Bangla) প্রশাসনিক কর্তারা। মঙ্গলবার পেট্রাপোল- বেনাপোল বন্দরের জিরো পয়েন্টে মিটিং করল ভারত বাংলাদেশের (India and Bangladesh) প্রশাসনিক কর্তা ও ব্যাবসায়িক প্রতিনিধিরা।
পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, "  সম্প্রতি দু'দেশের সরকারি প্রতিনিধিদের এ বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন তাঁরা।" এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ দৈনিক ৬০০ থেকে ৭০০ গাড়ি নেবে। আগামী ১০ -১২ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে৷’’
advertisement
advertisement
এই বিষয়ে বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, ‘‘বাংলাদেশে প্রতিনিয়ত আমদানি কম করার ফলে বনগাঁ শহরের যানজটের সৃষ্টি হচ্ছে । সেই কারণেই আজ বৈঠকে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ৬০০ থেকে ৭০০ ট্রাক আমদানি করার আহ্বান জানিয়েছি বাংলাদেশের প্রশাসনিক কর্তাদের কাছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে বলে বাংলাদেশের তরফ থেকে আমাদের জানানো হয়েছে৷’’
advertisement
বৈঠকে উপস্থিত বাংলাদেশের আধিকারিকদের বক্তব্য ভারত থেকে বাংলাদেশেগামী পণ্যবাহী ট্রাক অযাচিত ভাবে চেকিং এর নামে হয়রানি করা হচ্ছিল সেই কারণে বাংলাদেশের তরফ থেকে কম ট্রাক আমদানি করা হচ্ছিল । আগামী দিনে যাতে ৫০০ থেকে ৬০০ ট্রাক ভারত থেকে আমদানি হতে পারে তেমন ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন ।
ANIRUDDHA KIRTTANIA
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India-Bangladesh: পেট্রাপোল বন্দর দিয়ে রফতানি কম হওয়ায় ও বনগাঁ শহরের যানজট কাটাতে দুই দেশের বৈঠক 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement