আসানসোলে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল, থাকবেন বাবুল, শশী, পার্থ
- Published by:Uddalak B
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
তিন মন্ত্রী বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, শশী পাঁজা থাকছেন এই প্রতিনিধি দলে৷ থাকছেন সায়নী ঘোষ ও বিবেক গুপ্তাও৷
#আসানসোল: আসানসোলে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল৷ রবিবার এই দল আসানসোলে যাওয়ার কথা রয়েছে৷ পাঁচ সদস্যের এই প্রতিনিধ দল আসানসোলে যাওয়ার কথা রয়েছে৷ তিন মন্ত্রী বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, শশী পাঁজা থাকছেন এই প্রতিনিধি দলে৷ থাকছেন সায়নী ঘোষ ও বিবেক গুপ্তাও৷ সেখানে বস্ত্র বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তিন জনের৷ আর্ত পরিবারগুলির সঙ্গেও এই প্রতিিনধি দল কথা বলবে বলে খবর৷
আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি আয়োজিত এক বস্ত্র বিতরণের অনুষ্ঠানে মারাত্মক ঘটনা ঘটেছিল আসানসোলে৷ সেই দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিন জনের৷ বেশ কয়েকজন আহত হন৷ সেই ঘটনার পর থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়৷ সেদিন শুভেন্দুর উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে৷
advertisement
advertisement
আরও পড়ুন, হাইকোর্টে এসে যোগ্য়তা প্রমাণ তৃণমূল নেতার, মামলাকারীকেই জরিমানা করলেন বিচারপতি
সে দিন শুভেন্দুর উপস্থিতি সময় এই ঘটনা ঘটেনি৷ শুভেন্দু বস্ত্রদানের অনুষ্ঠানে যোগ দিয়ে বস্ত্রদান করে চলে যাওয়ার পর হঠাৎই হুড়োহুড়ি শুরু হয়৷ সেই সময়েই মৃত্যু হয় তিনজনের৷ শুভেন্দু সেই ঘটনায় দুঃখপ্রকাশ করেন৷ পাল্টা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশের অনুমতি না নিয়েই এই অনুষ্ঠান চলছিল৷ দাবি ও পাল্টা দাবিতে সরগরম হয়ে যায় রাজ রাজনীতি৷ সেই সময়েই তৃণমূলের পক্ষ থেকে বলা হয় একটি দল যাবে আসানসোলে৷
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 17, 2022 6:20 PM IST