সেনাবাহিনী তৃণমূলের 'ভাষা আন্দোলন’ মঞ্চ ভাঙতেই ফুঁসে উঠেছে দল, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, মঙ্গলে মমতার রাজ্যজুড়ে কর্মসূচির ডাক
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
TMC: তৃণমূলের কর্মসূচিতে বাধা দিয়ে সেনাবাহিনী আচমকা মঞ্চ খুলে দিয়েছে, সেই খবর পেয়ে মঞ্চস্থলে ছুটে যান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক কর্মসূচির মঞ্চ খোলার প্রতিবাদে আর এক কর্মসূচির ডাক দিলেন মুখ্যমন্ত্রী।
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: ভাষা সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় মেয়ো রোডে তৃণমূলের ধরনা মঞ্চ ভেঙে দেওয়ায় ফুঁসে উঠল দল। কর্মসূচিতে বাধা দিয়ে সেনাবাহিনী আচমকা মঞ্চ খুলে দিয়েছে, সেই খবর পেয়ে মঞ্চস্থলে ছুটে যান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক কর্মসূচির মঞ্চ খোলার প্রতিবাদে আর এক কর্মসূচির ডাক দিলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার জেরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বসিরহাটের তৃণমূল কর্মী সমর্থকেরা। বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্রর উদ্যোগে পথ অবরোধ করে এই বিক্ষোভ দেখায় তৃণমূল। দীর্ঘক্ষণ চলে এই বিক্ষোভ কর্মসূচি।
আরও পড়ুনঃ বাড়ছে না বেতন, মিলছে না বকেয়া টাকা! অনির্দিষ্টকালের জন্য সাফাই কর্মীদের ধর্মঘট, পুজোর মুখে অচল ‘এই’ পৌরসভা
এদিকে মেয়ো রোডে তৃণমূলের ধরনা মঞ্চ খুলে দেওয়ার প্রতিবাদে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যের প্রতি জেলা, প্রতি ওয়ার্ড, প্রতি ব্লকে প্রতিবাদ মিছিলে শামিল হবেন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা। মঞ্চস্থল থেকে দলের উদ্দেশে এই কর্মসূচির ডাক দিয়েছেন মমতা।
advertisement
আরও পড়ুনঃবন্ধুর মুখোশের আড়ালে ধ*র্ষক! মেলা দেখানোর নাম করে নাবালিকা বান্ধবীকে দিদির বাড়ি এনে রাতভর গণধ*র্ষণ! গ্রেফতার ২
ভিনরাজ্যে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে অত্যাচারিত হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকেরা। এই আবহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকদের রাজ্যে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্যে রাজ্য সরকার চালু করেছে ‘শ্রমশ্রী’ প্রকল্প। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনি এবং রবিবার, সপ্তাহে দু’দিন করে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করছিলেন তৃণমূলের নেতা-নেত্রীরা। সেখানেই তৈরি করা হয়েছিল ‘ভাষা আন্দোলন’ মঞ্চ।
advertisement
advertisement
সোমবার মেয়ো রোডের সেই ধরনা মঞ্চে হঠাৎই হাজির হন সেনাবাহিনীর জওয়ানেরা। খেলে দেন মঞ্চ। যান নিয়ে ফের রাজ্য রাজনীতির পারদ চড়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 8:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সেনাবাহিনী তৃণমূলের 'ভাষা আন্দোলন’ মঞ্চ ভাঙতেই ফুঁসে উঠেছে দল, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, মঙ্গলে মমতার রাজ্যজুড়ে কর্মসূচির ডাক