বাড়ছে না বেতন, মিলছে না বকেয়া টাকা! অনির্দিষ্টকালের জন্য সাফাই কর্মীদের ধর্মঘট, পুজোর মুখে অচল 'এই' পৌরসভা
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Purulia Sanitation Workers Strike: নতুন মাস পড়তেই কর্মবিরতির ডাক দিয়েছেন পুরুলিয়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। সাফাই, জল, আলো, অফিস বিভাগ মিলিয়ে প্রায় ১৭০০ জন অস্থায়ী কর্মী কর্মবিরতিতে যোগ দিয়েছেন।
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মণ্ডল: পুরুলিয়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতি শুরু হল সোমবার থেকে। পুজোর মুখে অচল পুরুলিয়া পৌরসভা। বকেয়া বেতন মেটানো, বেতন বৃদ্ধি, পুজোর বোনাসের দাবিতে মাসের প্রথম দিন থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হলেন পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীরা।
আরও পড়ুনঃ এক ক্লিকে গোটা জেলা টিভির পর্দায়! নিরাপত্তায় আর কোনও আপস নয়, কন্ট্রোল রুম থেকে ২৪×৭ নজরদারি
নতুন মাস পড়তেই কর্মবিরতির ডাক দিয়েছেন পুরুলিয়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। সাফাই, জল, আলো, অফিস বিভাগ মিলিয়ে প্রায় ১৭০০ জন অস্থায়ী কর্মী কর্মবিরতিতে যোগ দিয়েছেন। যার ফলে সপ্তাহের প্রথম দিনই রাস্তায় আবর্জনার পাহাড় তৈরি হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বন্ধুর মুখোশের আড়ালে ধ*র্ষক! মেলা দেখানোর নাম করে নাবালিকা বান্ধবীকে দিদির বাড়ি এনে রাতভর গণধ*র্ষণ! গ্রেফতার ২
অস্থায়ী কর্মীদের অভিযোগ, দু’মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। পুজোর মুখে পরিবারে অভাব অনটন দেখা দিয়েছে। বার বার পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি। বেতন বৃদ্ধি, বোনাসের দাবিও জানানো হয়েছে একাধিকবার। কিন্তু সেই দাবি আজও পূরণ হয়নি। বাধ্য হয়েই কর্মবিরতির পথে হেঁটেছেন তারা। অনির্দিষ্টকাল পর্যন্ত অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতি চলবে। পুজোর আগে পুরুলিয়া শহর কি হবে আবর্জনার স্তুপে পরিণত হবে! চিন্তার ভাঁজ জেলাবাসীর কপালে। সাফাইকর্মীদের কর্মবিরতি তুলতে পৌরসভার তরফে কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 7:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়ছে না বেতন, মিলছে না বকেয়া টাকা! অনির্দিষ্টকালের জন্য সাফাই কর্মীদের ধর্মঘট, পুজোর মুখে অচল 'এই' পৌরসভা