এক ক্লিকে গোটা জেলা টিভির পর্দায়! নিরাপত্তায় আর কোনও আপস নয়, কন্ট্রোল রুম থেকে ২৪×৭ নজরদারি
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Purulia CCTV Control Room: পুরুলিয়া জেলা জুড়ে ৪৬৯টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ২৪×৭ নজরদারি চালানো হবে জেলা কন্ট্রোল রুম থেকে। পুরো বিষয়টি মনিটরিং করা হবে জেলা পুলিশ সুপারের অফিস চত্বরের কন্ট্রোল রুম থেকে।
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মণ্ডল: জেলা জুড়ে এবার সিসিটিভি ক্যামেরার নজরদারি। মাউস টিপলেই জেলার ২৩-টি থানা এলাকার ছবি হাতের মুঠোয়। বান্দোয়ান থেকে বলরামপুর, ঝালদা থেকে থেকে কাশিপুর সাতুডি, নিতুডিয়া পাড়। পুরুলিয়া জেলার ২৩টি থানা এলাকা এখন চব্বিশ ঘণ্টা নজরদারিতে।
দোরগোড়ায় দুর্গাপুজো। হাতে আর একমাসও বাকি নেই। পশ্চিমবঙ্গে বারো মাসে তেরো পার্বণ হলেও রাজ্যের সবচেয়ে বড় উৎসব হল দুর্গাপুজো। তাই পুজোর সময়ে যাতে নিরাপত্তাজনিত কোনরকম সমস্যা না হয় তার জন্যে তৎপর হচ্ছে বিভিন্ন জেলা। পুজোর আগে সিসিটিভির নজরে পুরুলিয়া জেলার ২৩টি থানার এলাকা।
আরও পড়ুনঃ ‘উৎসব হোক নিরাপদে’, দুর্গাপুজো মণ্ডপে নজর রাখবে সিসিটিভি ক্যামেরা! দর্শনার্থীদের নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশ প্রশাসনের, জানুন কী কী?
জেলা জুড়ে ৪৬৯টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ২৪×৭ নজরদারি চালানো হবে জেলা কন্ট্রোল রুম থেকে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, গ্রাম ও শহরের গুরুত্বপূর্ণ জায়গা, সীমান্তবর্তী এলাকাতেও থাকছে নজরদারি। পুরো বিষয়টি মনিটরিং করা হবে জেলা পুলিশ সুপারের অফিস চত্বরের কন্ট্রোল রুম থেকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হাবড়ার জল যন্ত্রণা দূর করতে এলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, এলাকা ঘুরে দেখে প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস
সোমবার পুলিশ দিবস উপলক্ষে অত্যাধুনিক সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরাও। জেলা পুলিশ সুপার জানান, এই নজরদারির ফলে অপরাধ নিয়ন্ত্রণে বা অপরাধের পথ তদন্তে পুলিশকে সাহায্য করবে এই বিশেষ কন্ট্রোল রুম। একই সঙ্গে ট্রাফিক সমস্যার সমাধানও হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 6:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক ক্লিকে গোটা জেলা টিভির পর্দায়! নিরাপত্তায় আর কোনও আপস নয়, কন্ট্রোল রুম থেকে ২৪×৭ নজরদারি