'উৎসব হোক নিরাপদে', দুর্গাপুজো মণ্ডপে নজর রাখবে সিসি ক্যামেরা! দর্শনার্থীদের নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশ প্রশাসনের, জানুন কী কী?

Last Updated:

Durga Puja 2025: প্রতিটি পুজো মণ্ডপে অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। দুর্ঘটনা ঘটলে যাতে দর্শনার্থীরা দ্রুত বেরোতে পারেন, তার জন্য মণ্ডপের প্রবেশ ও বাহির পথ যথেষ্ট বড় রাখতে হবে।

দুর্গা পুজোরা আগে বিশেষভাবে তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট
দুর্গা পুজোরা আগে বিশেষভাবে তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট
ব্যারাকপুর,  উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমায় বেড়েছে থিমের পুজো। তাই গত কয়েক বছর ধরে ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছিল মণ্ডপে মণ্ডপে। এবার তাই দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। মণ্ডপে সিসি ক্যামেরা থেকে বাড়তি নিরাপত্তা রাখারও পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে।
দুর্গাপুজোর ভিড় সামলাতে সোদপুর-খড়দহে এবার থাকবে বিশেষ নজরদারির ব্যবস্থাও। পাশাপাশি পুজো মণ্ডপগুলির প্রবেশ ও বাহির পথ প্রশস্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। পানিহাটির লোকসংস্কৃতি ভবনে সোদপুর-খড়দহ অঞ্চলের মোট ২৭৪টি পুজো কমিটির সঙ্গে বৈঠক করেন  কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ইন্দ্রবদন ঝা।
আরও পড়ুনঃ মাথায় জটা, হাতে বাদ্যযন্ত্র, বাউল রূপে দেবী দুর্গা! কোথায় মিলবে মায়ের এমন দর্শন?
তিনি জানান, প্রতিটি পুজো মণ্ডপে অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। দুর্ঘটনা ঘটলে যাতে দর্শনার্থীরা দ্রুত বেরোতে পারেন, তার জন্য মণ্ডপের প্রবেশ ও বাহির পথ যথেষ্ট বড় রাখতে হবে। ডিসি স্পষ্ট করে বলেন, প্রতিটি পুজোয় পুলিশ ফোর্স দেওয়া সম্ভব নয়। বড় পুজোগুলিতে ফোর্স থাকবে, তবে তা চাহিদা অনুযায়ী নাও হতে পারে। তাই বাড়তি জোর দেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবক ও বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মা ও শিশুদের চিকিৎসায় ‘সেরা’ রাজ্যের এই হাসপাতাল, কেন্দ্রের কঠিন পরীক্ষায় পাশ করে মিলল বিশেষ স্বীকৃতি
এছাড়াও, রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে পুজো উদ্যোক্তাদের বিশেষ নজরদারির পরামর্শ দেন তিনি। বৈঠকে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি ও খড়দহ পুরসভার প্রতিনিধিরা ছাড়াও দমকল, পূর্ত ও বিদ্যুৎ দফতরের কর্তারাও উপস্থিত ছিলেন। আসান পোর্টালের মাধ্যমে সিঙ্গল উইন্ডো সিস্টেমে পুজো অনুমতির বিষয়টিও উদ্যোক্তাদের বোঝানো হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবার উল্লেখযোগ্য পুজোগুলির মধ্যে রয়েছে পানিহাটির শহিদ কলোনির চারধাম থিম, সোদপুর নবোদয় সঙ্ঘের দর্পণ, আগরপাড়া আদর্শ নগর সর্বজনীনের প্রাণাঙ্কুর, পানশিলা ঠাকুরবাড়ির শ্রীচরণেষু এবং আগরপাড়া মহাজাতি নগর সেন্ট্রালের জোনাকি থিমের পুজো। তাই হাজার হাজার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে, পুলিশের এই নির্দেশগুলি মেনেই মণ্ডপ তৈরির উপর জোর দিচ্ছেন উদ্যোক্তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'উৎসব হোক নিরাপদে', দুর্গাপুজো মণ্ডপে নজর রাখবে সিসি ক্যামেরা! দর্শনার্থীদের নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশ প্রশাসনের, জানুন কী কী?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement