'মুখ্যমন্ত্রী বদলা নয় বদল শিখিয়েছেন'! ত্রিপুরায় পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় বিজেপির একহাত নিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী

Last Updated:

TMC On Tripura: ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বললেন, 'বিজেপি গণতন্ত্র মানে না। যারা দাঁড়িয়ে থেকে পার্টি অফিস ভাঙল তাদের থেকে গণতন্ত্র শিখতে হবে'!

ত্রিপুরায় প্রতিনিধি দলকে বাধা দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল
ত্রিপুরায় প্রতিনিধি দলকে বাধা দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল
বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: ‘আমরা মমতাদির পথে চলি। তাই বদলা নয়, বদল চাই বলছি’। ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বললেন, ‘বিজেপির কাছ থেকে এটাই প্রত্যাশিত। এরা গণতন্ত্র মানে না। যারা দাঁড়িয়ে থেকে পার্টি অফিস ভাঙল তাদের থেকে গণতন্ত্র শিখতে হবে’!
পার্টি অফিস ভাঙচুরের ঘটনার পর ত্রিপুরায় গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তৃণমূলের প্রতিনিধি দল। যার প্রতিবাদে আগরতলা এয়ারপোর্টে ধর্নায় বসেন কুণাল ঘোষ, সায়নী ঘোষরা। তৃণমূলের নেতাদের আটকানোর পরিপ্রেক্ষিতে কলকাতা থেকে মুখ্যমন্ত্রীও হুঁশিয়ারি দেন, প্রয়োজন পড়লে তিনিও আসবেন।
আরও পড়ুনঃ বিদ্যুৎ দফতরের গা ফিলতিতেই বিদ্যুৎকর্মীর অকাল মৃত্যু! দফতর ঘেরাও করে গ্রামবাসী যা করলেন…! শোরগোল
এরই মাঝে বুধবার উত্তর ২৪ পরগনার বাদুরিয়ার কাটিয়াহাটে তৃণমূলের তরফে একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা বিমানবন্দরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের বদলা নয় বদল শিখিয়েছেন। এদিন ত্রিপুরায় বিজেপি যা করেছে সেটা আমরাও পারি। আমরা রবীন্দ্র সংগীত না, আমরা গণসংগীত গাইতে পারি যখন তখন, কিন্তু আমরা তা করব না’।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'মুখ্যমন্ত্রী বদলা নয় বদল শিখিয়েছেন'! ত্রিপুরায় পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় বিজেপির একহাত নিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement