বিদ্যুৎ দফতরের গা ফিলতিতেই বিদ্যুৎকর্মীর অকাল মৃত্যু! দফতর ঘেরাও করে গ্রামবাসী যা করলেন...! শোরগোল

Last Updated:

Alipurduar Electrician Dies: রবিবার আলিপুরদুয়ারের এক নং ব্লকের মেজবিল গ্রামে বিদ্যুৎ দফতরের ঠিকাদারি সংস্থার কর্মী অমল রায়ের মৃত্যু হয়। ঘটনায় বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসী।

বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভ
বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভ
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: সম্প্রতি কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বিদ্যুৎ দফতরের এক কর্মীর। ঘটনার প্রতিবাদে বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। রবিবার আলিপুরদুয়ারের এক নং ব্লকের মেজবিল গ্রামে বিদ্যুৎ দফতরের ঠিকাদারি সংস্থার কর্মী অমল রায়ের মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া গোটা গ্রামে।
কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বিদ্যুৎকর্মীর। এই ঘটনায় বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসী। পরিবারের লোকজন-সহ স্থানীয় বাসিন্দারা মিলে বুধবার মেজবিলে বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিক্ষোভে সামিল হন নিহত অমল রায়ের স্ত্রী এবং দুই খুদে সন্তান। কান্নায় ভেঙে পড়েছে তারা।
আরও পড়ুনঃ সাবধান! লাঠি, লোহার রড ছাড়া বাড়ির বাইরে বেরোলেই…! শিশু ও বৃদ্ধদের দেখলেই তেড়ে আসছে সে, আহত বহু, নয়া ত্রাস পুরুলিয়ায়
স্থানীয়দের অভিযোগ, কোনরকম সুরক্ষা অবলম্বন না করেই অমলকে হাইটেনশন কাজ করতে পাঠানো হয়েছিল। বিদ্যুৎ দফতরের গা ফিলতির জন্যই অমল রায় ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গে থাকা সহকর্মী গুরুতরভাবে জখম হন। তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁদের দাবি, নিহত অমল রায়ের পরিবারকে যোগ্য ক্ষতিপূরণ দেওয়া হোক এবং পরিবারের একজনকে চাকরি দিক বিদ্যুৎ দফতর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জলের তোড়ে পথ হারিয়ে দিশেহারা বাইসন শাবক, মাকে খুঁজতে রেললা‌ইনের উপর…! ময়নাগুড়িতে হৃদয়স্পর্শী দৃশ্য
বিক্ষোভের জেরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। বিক্ষোভস্থল থেকে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘যখন কারেন্ট থাকে না আমরা অমলকে ফোন করে জানাই। এখন অমল তো চলে গেল, আমি এবং আমার মতো ৫০০-১০০০ লোক আছে এই গ্রামে যারা কারেন্ট ব্যবহার করেন। তাঁরা কার উপর নির্ভরশীল হবে! এখন আমাদের ভয় লাগছে, কারেন্ট থাকলেও হয়তো আমরা আর পাবো না’।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিদ্যুৎ দফতরের গা ফিলতিতেই বিদ্যুৎকর্মীর অকাল মৃত্যু! দফতর ঘেরাও করে গ্রামবাসী যা করলেন...! শোরগোল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement