সাবধান! লাঠি, লোহার রড ছাড়া বাড়ির বাইরে বেরোলেই...! শিশু ও বৃদ্ধদের দেখলেই তেড়ে আসছে সে, আহত বহু, নয়া ত্রাস পুরুলিয়ায়

Last Updated:

Monkey Scare in Purulia: লাঠি ছাড়া বাড়ির বাইরে বেরোনো দায়। রীতিমত নাজেহাল গ্রামবাসীদের জীবন। পুরুলিয়ার আড়ষা ব্লকের তুমবাঝালদা ও বামুনডিহা গ্রামে দলছুট হনুমানের তাণ্ডব। ইতিমধ্যেই ওই হনুমানের কামড়ে আহত ১০ থেকে ১২ জন গ্রামবাসী।

+
হনুমানের

হনুমানের তাণ্ডব আড়ষায়

আড়ষা, পুরুলিয়া শর্মিষ্ঠা ব্যানার্জি: হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ পুরুলিয়ার দুই গ্রাম। আতঙ্কে রাতের ঘুম উড়েছে। লাঠি ছাড়া বাড়ির বাইরে বেরোনো দায় হয়ে পড়ছে গ্রামবাসীদের। রীতিমত নাজেহাল গ্রামবাসীদের জীবন। ঘটনা পুরুলিয়ার আড়ষা ব্লকের তুমবাঝালদা ও বামুনডিহা গ্রামের। বিগত বেশ কিছুদিন ধরে একটি দলছুট হনুমান দুই গ্রামে রীতিমত তাণ্ডব চালাচ্ছে। ইতিমধ্যেই ওই হনুমানের কামড়ে আহত ১০ থেকে ১২ জন গ্রামবাসী।
বনদফতর সূত্রে খবর, তাদের মধ্যে ৪ জন গুরুতর আহত হয়ে আড়ষা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গ্রামবাসীদের পক্ষ থেকে জানা গিয়েছে, এই হনুমানটি বিশেষ করে শিশু ও বৃদ্ধদের উপর আক্রমণ করছে। তাই তারা ঘর থেকে বেরোলেই হাতে লাঠি বা লোহার রড নিয়ে বেরোচ্ছেন।
আরও পড়ুনঃ হস্টেল থেকে বাড়ি ফিরেই কান্নাকাটি ছাত্রীদের! তাদের সঙ্গে গোপনে কী করতেন প্রধান শিক্ষক? লক্ষ্মীপুজোয় ‘অসুর’ নিধন পুলিশের
গ্রামের মহিলারা জল আনতে গেলে বা রান্নাঘরে কাজ করতে গেলে সঙ্গে লাঠি রাখছেন। কোনও কারণ ছাড়াই হনুমানটি তাদের উপর আক্রমণ করছে। আড়ষা বনবিভাগের কর্মীরা খাঁচা ও জাল বসিয়ে হনুমানটিকে ধরার চেষ্টা করলেও তা এখনও পর্যন্ত সফল হয়নি। তবুও তারা সর্বত্র নজরদারি রেখেছেন বলে জানা গিয়েছে আড়ষা বনদফতর সূত্রে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নতুন করে আর কোনও আক্রমণের খবর নেই বলে জানিয়েছেন আড়ষা বনবিভাগের এক আধিকারিক। ‌প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আতঙ্কের পরিবেশ রয়েছে গ্রামগুলিতে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাবধান! লাঠি, লোহার রড ছাড়া বাড়ির বাইরে বেরোলেই...! শিশু ও বৃদ্ধদের দেখলেই তেড়ে আসছে সে, আহত বহু, নয়া ত্রাস পুরুলিয়ায়
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement