অনুব্রত গড়ে লোকসভায় প্রার্থী কে? দলের ঘোষণার আগেই জানিয়ে দিলেন তৃণমূল বিধায়ক

Last Updated:

লোকসভা নির্বাচনের আগে বীরভূমে দলের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে মরিয়া তৃণমূল৷ আগামী ২ ডিসেম্বর খয়রাশোলে দলের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হবে৷

জেল বন্দি অনুব্রত, বীরভূমে প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন তৃণমূল বিধায়ক৷
জেল বন্দি অনুব্রত, বীরভূমে প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন তৃণমূল বিধায়ক৷
: বীরভূমে তিনিই তৃণমূলের হয়ে শেষ কথা বলতেন৷ সেই অনুব্রত মণ্ডল এখন জেলবন্দি হয়ে দিল্লিতে৷ এই অবস্থায় আগামী লোকসভা নির্বাচনে বীরভূমের দুটি লোকসভা আসনে শাসক দলের কী কৌশল হয়, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তুঙ্গে৷
এই পরিস্থিতিতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের আগেই লোকসভা ভোটে বীরভূম কেন্দ্র থেকে দলের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী৷ সিউড়ির বিধায়কের দাবি, গত তিন বারের মতো এ বারেও বীরভূম থেকে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন শতাব্দী রায়৷
বীরভূমে দলের মধ্যে গোষ্ঠী কোন্দল শাসক দলের অন্যতম মাথাব্যথা৷ অনুব্রত মণ্ডল দায়িত্বে থাকলে এসব সমস্যা নিয়ে হয়তো মাথাই ঘামাতে হত না তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে৷ কিন্তু লোকসভা নির্বাচনের আগে বীরভূমে দলের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে মরিয়া তৃণমূল৷ আগামী ২ ডিসেম্বর খয়রাশোলে দলের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হবে৷ সেখানে কোর কমিটির সদস্য সহ জেলার সব নেতাকেই উপস্থিত থাকতে বলা হয়েছে৷
advertisement
advertisement
এই প্রসঙ্গেই বলতে গিয়ে সিউড়ির বিধায়ক বলেন, ‘খয়রাশোলে আগামী ২ ডিসেম্বর আমাদের সভা৷ কোর কমিটির ৯ জন সদস্যই উপস্থিত থাকবেন৷ বিজেপি শেষ, বিজেপি-র বীরভূমে অস্তিত্ব নেই৷ এবারেও আমাদের প্রার্থী শতাব্দী রায়৷ খয়রাশোল থেকেই ১৫-২০ হাজার ভোটে তিনি জিতবেন৷’
advertisement
নিজের প্রার্থী হওয়া প্রসঙ্গে মন্তব্য না করলেও শতাব্দী বলেন, ‘আগামী ২ ডিসেম্বর আমাদের বিজয়া সম্মিলনী৷ তখনই বুঝতে পারবেন সবাই এক হয়ে কাজ করছে৷ মতবিরোধ, মতপার্থক্য থাকতেই পারে৷ এখন এখন আর সেসব হবে বলে মনে হয় না৷’
এমনিতে অনুব্রত মণ্ডলের সঙ্গে শতাব্দীর সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না৷ অনুব্রতর বেশ কিছু বক্তব্য, হুমকির প্রকাশ্যেই সমালোচনা করেছেন শতাব্দী৷ তবে সাংসদ হিসেবে কাজ এবং জনপ্রিয়তার কথা মাথায় রেখে তাঁকেই পর পর তিন বার প্রার্থী করেছে দল৷ সিউড়ির বিধায়কের দাবি মেনে এবারেও শতাব্দীর উপরেই দল আস্থা রাখে কি না, সেটাই দেখার৷
advertisement
বীরভূম ছাড়াও ওই জেলার মধ্যে বোলপুর লোকসভা কেন্দ্র রয়েছে৷ বোলপুরের বর্তমান সাংসদ অসিত মাল৷ বোলপুরে বার বার প্রার্থী বদলাতে হলেও বীরভূম কেন্দ্রে বার বারই শতাব্দীর উপরে আস্থা রেখেছে তৃণমূল নেতৃত্ব৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অনুব্রত গড়ে লোকসভায় প্রার্থী কে? দলের ঘোষণার আগেই জানিয়ে দিলেন তৃণমূল বিধায়ক
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement