কান্নায় ভেঙে পড়়েছেন শহিদের মা, ছবি তুলতে ব্যস্ত বিজেপি-র মন্ত্রী! নিন্দার ঝড়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই ভিডিও-কে হাতিয়ার করে বিজেপি-কে আক্রমণ করেছে কংগ্রেস সহ বিরোধীরা৷
আগরা: মাত্র চব্বিশ ঘণ্টা আগে ছেলের মৃত্যু সংবাদ পেয়েছেন৷ জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে কাশ্মীরে শহিদ হয়েছেন ভারতীয় সেনার ক্যাপ্টেন শুভম গুপ্ত৷ উত্তর প্রদেশের বাড়িতে সেই খবর এসে পৌঁছন মাত্রই বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়েন শুভমের মা৷ কিন্তু রাজনীতিবিদদের কারও কারও কাছে বোধহয় যে কোনও পরিস্থিতিতে প্রচার পাওয়াটাই অগ্রাধিকার পায়৷ অন্তত এরকমই অভিযোগ উঠছে উত্তর প্রদেশ সরকারের এক মন্ত্রী এবং বিজেপি-র এক বিধায়কের বিরুদ্ধে৷
যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য যোগেন্দ্র উপাধ্যায় এবং বিজেপি বিধায়ক জি এস ধর্মেশের বিরুদ্ধে এমনই অসংবেদনশীল আচরণের অভিযোগ উঠেছে৷ কারণ কান্নায় ভেঙে পড়া শহিদের মায়ের পাশে দাঁড়িয়েও তাঁদের নজর ছিল ছবি তোলার দিকে৷ এমন কি, শোকে বিহ্বল মায়ের বুকফাঁটা আর্তিতেও কান দিতে চাননি তাঁরা৷
advertisement
advertisement
গত বুধবার এবং বৃহস্পতিবার কাশ্মীরের রাজৌরিতে সেনা জঙ্গি সংঘর্ষে খুন হন শুভম গুপ্ত সহ ভারতীয় সেনার পাঁচজন অফিসার এবং জওয়ান৷ এই খবর পৌঁছনোর পরই সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের চেক দিতে শুভম গুপ্তর আগরার বাড়িতে পৌঁছন বিজেপি-র ওই মন্ত্রী এবং বিধায়ক৷
সেই সময়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ আর ওই ছবি দেখেই বিজেপি-র দুই মন্ত্রী, বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেন এবং বিরোধীরা৷ ছবিতে দেখা যাচ্ছে, শহিদ শুভম গুপ্তর মায়ের হাতে চেক তুলে দেওয়ার সময় রীতিমতো ক্যামেরার সামনে পোজ দিতে ব্যস্ত ওই দুই নেতা৷ তাঁদের আচরণ দেখে শোকের মধ্যেও বিরক্ত হন সদ্য ছেলে হারানো ওই মা৷ কাঁদতে কাঁদতেই তিনি বলতে থাকেন, আমার এই প্রদর্শনীর দরকার নেই৷ এসব বন্ধ করুন৷ আমার ছেলেকে ফিরিয়ে দিন৷
advertisement
The B in BJP should stand for Besharm and P for Publicity.
Captain Shubham Gupta made the ultimate sacrifice in the line of duty during an encounter in the Rajouri sector. His mother is grieving and eagerly awaiting her son’s mortal remains. In the midst of her inconsolable… pic.twitter.com/IXUX0a3Iu1
— Raghav Chadha (@raghav_chadha) November 24, 2023
advertisement
এই ভিডিও-কে হাতিয়ার করে বিজেপি-কে আক্রমণ করেছে কংগ্রেস সহ বিরোধীরা৷ দুই বিজেপি নেতার আচরণকে অসংবেদনশীল বলে দাবি করেছে কংগ্রেস৷ এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে কংগ্রেস একটা শব্দই লিখেছেন- শকুন৷
আপ নেতা রাঘব চাড্ডাও এক্স হ্যান্ডেলে লিখেছেন, ক্যাপ্টেন শুভম গুপ্ত দেশের জন্য চূড়ান্ত বলিদান করেছেন৷ তাঁর মা এখন শোকাতুর এবং ছেলের নিথর দেহের অপেক্ষায় রয়েছেন৷ তাঁর এই বাঁধভাঙা শোকের মধ্যেও উত্তর প্রদেশের মন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায় নিজের প্রচারের জন্য ছবি তুলতে ব্যস্ত৷ এমন কি, মায়ের বুক ফাঁটা কান্নাতেও তাঁর কিছু যায় আসে না৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2023 12:39 PM IST