Jhalda Municipality: পঞ্চায়েতের আগেই জোর ধাক্কা, তৃণমূলের হাতছাড়া হল ঝালদা পুরসভা!

Last Updated:

পুরভোটের পর থেকেই শিরোণামে উঠে এসেছিল ঝালদা পুরসভা৷ খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু

তৃণমূলের হাতছাড়া ঝালদা পুরসভা৷
তৃণমূলের হাতছাড়া ঝালদা পুরসভা৷
#ইন্দ্রজিৎ মণ্ডল, পুরুলিয়া: পঞ্চায়েত নির্বাচনের আগেই পুরুলিয়ায় বড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের হাতছাড়া হল পুরুলিয়ার ঝালদা পুরসভা৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে এ দিন ঝালদা পুরসভায় আস্থা ভোট হয়৷ সেই আস্থা ভোটেই শাসক দলের হাতছাড়া হল এই পুরসভা৷
ঝালদা পুরসভায় মোট ১২টি ওয়ার্ড রয়েছে৷ সেই ১২টি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ছিল তৃণমূলের দখলে৷ পাঁচটি ছিল কংগ্রেসের দখলে৷ দু'টি ওয়ার্ড নির্দল কাউন্সিলরদের হাতে ছিল৷
advertisement
এ দিনের আস্থা ভোটে পাঁচ জন কংগ্রেস কাউন্সিলর এবং দু' জন নির্দল কাউন্সিলর উপস্থিত ছিলেন৷ কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলরও আস্থা ভোটে অংশ নেননি৷ ফলে ভোটাভুটিতে সাতটি ভোট পেয়ে আস্থা ভোটে জয়ী হয় কংগ্রেস৷ দুই নির্দল কাউন্সিলরই কংগ্রেসকে সমর্থন করেন৷
advertisement
গত ১৩ অক্টোবর ঝালদা পুরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধী কাউন্সিলররা৷ সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে৷ সেই মামলার শুনানির পর আস্থা ভোটের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷
পুরভোটের পর থেকেই শিরোণামে উঠে এসেছিল ঝালদা পুরসভা৷ খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু৷ এর পর উপনির্বাচনে ওই ওয়ার্ড থেকেই জয়ী হন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু৷ কিন্তু নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়ের সমর্থনে পুরবোর্ড গঠন করে তৃণমূল৷ যদিও পুজোর পরই অনুন্নয়েনর অভিযোগে তৃণমূলের দিক থেকে সমর্থন তুলে নেন ওই নির্দল কাউন্সিলর৷ এর পরেই অনাস্থা প্রস্তাব আনা হয়৷
advertisement
শেষ পুরভোটে গোটা রাজ্যে একমাত্র তাহেরপুর পুরসভা দখল করতে পেরেছিল বামেরা৷ এর পরে দ্বিতীয় কোনও পুরসভা বিরোধীদের দখলে গেল৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhalda Municipality: পঞ্চায়েতের আগেই জোর ধাক্কা, তৃণমূলের হাতছাড়া হল ঝালদা পুরসভা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement