Home /News /south-bengal /
মুর্শিদাবাদের নওদায় পার্টি অফিসে খুন তৃণমূল নেতা

মুর্শিদাবাদের নওদায় পার্টি অফিসে খুন তৃণমূল নেতা

প্রথমে ঢুকে বোমা ফাটায় বেশ কয়েকজন দুষ্কৃতী। অন্য কর্মীরা ছোটাছুটি শুরু করলে নিমাই মণ্ডলকে লক্ষ্য করে চার-পাঁচটি গুলি ছোড়া হয়।

 • Share this:

  #মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের নওদায় খুন তৃণমূল নেতা। পার্টি অফিসে ঢুকে খুন করা হয় নিমাই মণ্ডলকে। সেই সময় পার্টি অফিসে দলীয় কর্মীদের সঙ্গে বসেছিলেন তিনি।

  প্রথমে ঢুকে বোমা ফাটায় বেশ কয়েকজন দুষ্কৃতী। অন্য কর্মীরা ছোটাছুটি শুরু করলে নিমাই মণ্ডলকে লক্ষ্য করে চার-পাঁচটি গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই নিমাই মণ্ডলকে মৃত বলে ঘোষণা করা হয়।

  স্থানীয় সূত্রে খবর, মাস ছয়েক আগে ওই এলাকায় সনাতন মণ্ডল নামে একজন খুন হন। তাঁরই পাল্টা হিসেবে এই খুন বলে মনে করা হচ্ছে।

  First published:

  Tags: Murshidabad, TMC Leader Murdered

  পরবর্তী খবর