ফের উত্তপ্ত শাসন, বাড়ির সামনেই কুপিয়ে খুন তৃণমূল নেতা
Last Updated:
ফের উত্তপ্ত শাসন। তেহট্ট গ্রামে খুন তৃণমূল নেতা আবদুল সামাদ আলি। গতকাল রাতে বাড়ির সামনে চায়ের দোকানে বসেছিলেন শাসন গ্রামপঞ্চায়েত অঞ্চল কমিটির সদস্য আব্দুল সামাদ।
#শাসন: ফের উত্তপ্ত শাসন। তেহট্ট গ্রামে খুন তৃণমূল নেতা আবদুল সামাদ আলি। গতকাল রাতে বাড়ির সামনে চায়ের দোকানে বসেছিলেন শাসন গ্রামপঞ্চায়েত অঞ্চল কমিটির সদস্য আব্দুল সামাদ। অভিযোগ তখনই ছয়-সাতজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়।
প্রথমে দোকানে তিন-চারটি বোমা মারা হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়। বাবাকে বাঁচাতে এলে সামাদের ছেলেকেও কোপায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্নীতির অভিযোগে গ্রাম ছাড়া থাকার পর ন'মাস আগে গ্রামে ফেরে সামাদ। গ্রামের দখল কার হাতে থাকবে? তা নিয়ে ভাইপো মোতালেব মোল্লার সঙ্গে সামাদের বিবাদ চলছিল।
advertisement
এর আগেও সামাদের উপর হামলা হয়। তখনও মোতালেবের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে প্রায় চার ঘণ্টা মৃতদেহ আটকে রাখেন স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 16, 2018 10:31 AM IST