শ্বশুরবাড়ি আসার পথে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন
Last Updated:
সক্রিয় তৃণমূলকর্মী হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন প্রদীপ। গত লোকসভা নির্বাচনে দলের বুথ এজেন্টও ছিলেন তিনি।
#মালদহ: শ্বশুরবাড়ির কাছেই তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন। সোমবার রাতে ঘটনাটি ঘটে মালদার গাজোলের একান্দর গ্রামে। রাত সোয়া দশটা নাগাদ মোটরবাইকে চড়ে শ্বশুরবাড়ি আসছিলেন বিধানপল্লির বাসিন্দা প্রদীপ রায়। তখনই তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
প্রদীপের শ্বশুরবাড়ির লোকেদের দাবি, ঘটনার সময় বারান্দায় বসে রাতের খাওয়া সারছিলেন তাঁরা। হঠাৎ মোটরবাইক পড়ে যাওয়ার শব্দে বাড়ির বাইরে বেরোন সকলে। দেখেন, রাস্তায় পড়ে কাতরাচ্ছেন বাড়িরই জামাই। পাশেই পড়ে রয়েছে তাঁর মোটরবাইক। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদীপের। গাজোল থানার পুলিশ তাঁর দেহ উদ্ধার করে নিয়ে যায়। সক্রিয় তৃণমূলকর্মী হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন প্রদীপ। গত লোকসভা নির্বাচনে দলের বুথ এজেন্টও ছিলেন তিনি। রাজনৈতিক কারণেই তাঁকে খুন করা হয়েছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 06, 2019 9:17 PM IST