Tmc Leader: সারা রাত গাছে বাঁধা তৃণমূল নেতা ও এক মহিলা! ছবি উঠল চটপট, ঘটনা শুনে মাথায় হাত

Last Updated:

Tmc Leader: ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায় ঘটেছে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
সুকান্ত চক্রবর্তী, দাসপুর: পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তৃণমূল নেতা। গভীর রাতে, গ্রামের মানুষজন যুগলকে গাছে বেঁধে মারধর করে বলে অভিযোগ। তৃণমূল নেতার মাথায় ঘোল ঢালা হয় বলেও জানা গিয়েছে। দীর্ঘক্ষণ পর খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় তাদের।
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায় ঘটেছে। জানা যায়, চণ্ডীপুর এলাকার তৃণমূল নেতা অনন্ত দোলই গ্রামের এক বছর ছাব্বিশের গৃহবধুর সঙ্গে পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে বলে গ্রামবাসীদের অভিযোগ। আর সেই পরকীয়ার অভিযোগ তুলে গ্রামে বেঁধে উত্তম মধ্যম দিয়ে মাথায় ঘোল ঢালল গ্রামের মানুষ জনেরা। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন অনেকেই। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মাধ্যমে।
advertisement
advertisement
এদিকে, ভোট পরবর্তী হিংসায় এবার বিজেপি প্রার্থীর পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সাগরে। সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের ১১৫ নম্বর বুথের বিজেপি প্রার্থী ছিলেন নিতুশ্রী দাস অধিকারী। গতকাল সকাল দশটা থেকে অধিকারী বাড়ির পুকুরে কাতলা, রুই সহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠতে থাকে। প্রায় ৫ কুইন্টাল মাছ মরেছে বলে অভিযোগ ওই বিজেপি প্রার্থীর শাশুড়ির।
advertisement
ভোটের দাঁড়ানোর পর থেকে তৃণমূল হুমকি দিচ্ছিল বলে অভিযোগ ওই প্রার্থীর স্বামী ও শাশুড়ির। পুকুরে বিষ ঢালার অভিযোগও তৃণমূলের বিরুদ্ধেই। তবে সাগর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সন্দীপ পাত্র অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন কারণে মাছের মড়ক হতে পারে। তার জন্য তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এই ঘটনায় সাগর থানায় অভিযোগ দায়ের করেছে ওই প্রার্থীর পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tmc Leader: সারা রাত গাছে বাঁধা তৃণমূল নেতা ও এক মহিলা! ছবি উঠল চটপট, ঘটনা শুনে মাথায় হাত
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement