Tmc Leader: সারা রাত গাছে বাঁধা তৃণমূল নেতা ও এক মহিলা! ছবি উঠল চটপট, ঘটনা শুনে মাথায় হাত
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Tmc Leader: ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায় ঘটেছে।
সুকান্ত চক্রবর্তী, দাসপুর: পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তৃণমূল নেতা। গভীর রাতে, গ্রামের মানুষজন যুগলকে গাছে বেঁধে মারধর করে বলে অভিযোগ। তৃণমূল নেতার মাথায় ঘোল ঢালা হয় বলেও জানা গিয়েছে। দীর্ঘক্ষণ পর খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় তাদের।
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায় ঘটেছে। জানা যায়, চণ্ডীপুর এলাকার তৃণমূল নেতা অনন্ত দোলই গ্রামের এক বছর ছাব্বিশের গৃহবধুর সঙ্গে পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে বলে গ্রামবাসীদের অভিযোগ। আর সেই পরকীয়ার অভিযোগ তুলে গ্রামে বেঁধে উত্তম মধ্যম দিয়ে মাথায় ঘোল ঢালল গ্রামের মানুষ জনেরা। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন অনেকেই। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মাধ্যমে।
advertisement
advertisement
এদিকে, ভোট পরবর্তী হিংসায় এবার বিজেপি প্রার্থীর পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সাগরে। সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের ১১৫ নম্বর বুথের বিজেপি প্রার্থী ছিলেন নিতুশ্রী দাস অধিকারী। গতকাল সকাল দশটা থেকে অধিকারী বাড়ির পুকুরে কাতলা, রুই সহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠতে থাকে। প্রায় ৫ কুইন্টাল মাছ মরেছে বলে অভিযোগ ওই বিজেপি প্রার্থীর শাশুড়ির।
advertisement
ভোটের দাঁড়ানোর পর থেকে তৃণমূল হুমকি দিচ্ছিল বলে অভিযোগ ওই প্রার্থীর স্বামী ও শাশুড়ির। পুকুরে বিষ ঢালার অভিযোগও তৃণমূলের বিরুদ্ধেই। তবে সাগর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সন্দীপ পাত্র অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন কারণে মাছের মড়ক হতে পারে। তার জন্য তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এই ঘটনায় সাগর থানায় অভিযোগ দায়ের করেছে ওই প্রার্থীর পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2023 12:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tmc Leader: সারা রাত গাছে বাঁধা তৃণমূল নেতা ও এক মহিলা! ছবি উঠল চটপট, ঘটনা শুনে মাথায় হাত