Chandrayaan 3: বাংলার এই ছেলের নাম এখন মঙ্গলেও, চন্দ্রযানেও নাম-ঠিকানা পাঠাতে চান শৌনক
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Chandrayaan 3: শুধু মঙ্গল নয়, গতবছর নাসার পাঠানো চন্দ্রযান আর্টেমিস 1 মিশনে রকেটের মাধ্যমে একটি ফ্ল্যাশ ড্রাইভে তার নাম পাঠিয়েছেন।
কলকাতা: গতবারের ব্যর্থতার পর চন্দ্রায়ন ৩-এর যাত্রা এবার সফল হবে বলেই মনে করছেন হুগলির শ্রীরামপুরের চাতরার বাসিন্দা শৌনক দাস। মহাকাশপ্রেমী গুগল গাইড শৌনক কয়েক বছর আগে সবাইকে চমকে দিয়ে একটি বেসরকারি আমেরিকান কোম্পানির থেকে মঙ্গল গ্রহে জমি কিনে ছিলেন। তার সঙ্গে নাসার পাঠানো রকেটের মাধ্যমে তাঁর নাম, ঠিকানা মঙ্গল গ্রহে পাঠান। বর্তমানে সেটি লাল গ্রহের মাটিতে একটি মাইক্রোচিপের মধ্যে আছে। Perseverance নামে সেই মঙ্গলযান-এর যাত্রা শুরু করার কয়েক দিন আগেই শৌনককে রীতিমতো বোর্ডিং পাস পাঠানো হয় নাসার তরফ থেকে। বলা বাহুল্য তার ঠিক কয়েক মাস পরেই ফেব্রুয়ারিতে লাল গ্রহের মাটিতে মঙ্গলযান সফল অবতরণ করে।
advertisement
শুধু মঙ্গল নয়, গতবছর নাসার পাঠানো চন্দ্রযান আর্টেমিস 1 মিশনে রকেটের মাধ্যমে একটি ফ্ল্যাশ ড্রাইভে তার নাম পাঠিয়েছেন। সবকিছু ঠিকঠাক চললে ২০২৪ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের অবতরণ হতে চলেছে নাসার এই আর্টেমিস মিশনের পরবর্তী যাত্রা দিয়ে। এর আগে চাঁদে মানুষের শেষবার অবতরণ হয়েছিল ১৯৭২ সালে ডিসেম্বর মাসের অ্যাপোলো ১৭ মিশনের দ্বারা। প্রসঙ্গত কয়েক বছর আগে নাসার এক প্রতিযোগিতায় শৌনক চন্দ্রযানের সম্ভাব্য শৌচাগার (লুনার টয়লেট) এর নকশা বানিয়েছিলেন।
advertisement
শৌনক বলছিলেন, কয়েক সপ্তাহ আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকায় সে দেশের প্রেসিডেন্ট বাইডেন’এর সঙ্গে দেখা করার সময় নাসার আর্টেমিস মিশনের সঙ্গে ভারতকে যুক্ত করেছেন। সেক্ষেত্রে ভবিষ্যতের আর্টেমিস মিশনে নাসা ইসরো একসঙ্গে চাঁদে চন্দ্রযান বা মহাকাশচারীদের পাঠাতে সক্ষম হবে।
advertisement
শৌনক আফসোস করছিলেন নাসার মত ইসরো যদি এরকম নাম, ঠিকানা পাঠানোর ব্যবস্থা করত, তাহলে খুব ভাল হতো। পরবর্তী Chandrayan 4 বা তারপরের মিশনে যাতে নাম পাঠানোর বন্দোবস্ত করা যায়, সেটি তিনি ইসরোকে জানাবেন বলেও জানিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 16, 2023 11:59 AM IST








