Arabul Islam Arrested: গ্রেফতার আরাবুল ইসলাম, পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় আরাবুল ইসলামকে গ্রেফতার

Last Updated:

Arabul Islam Arrested: দীর্ঘ দিন ধরে ভাঙড়ে অশান্তির ঘটনায় বারবার নাম জড়িয়েছে আরাবুলের৷ আইএসএফ কর্মীদের উপর হামলার ঘটনায় আরাবুলের বিরুদ্ধে অভিযোগ ছিল৷ সেই কারণেই গ্রেফতার করা হল৷

কলকাতা: কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হল তৃণমূলের নেতা আরাবুল ইসলামকে৷ ভাঙড়ের দাপুটে নেতাকে কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল লালবাজারে৷ পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হল আরাবুল ইসলামকে৷ পুলিশ সূত্রে খবর, খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে৷ ৩০২ ধারায় গ্রেফতার করা হয়েছে বলে খবর মিলেছে পুলিশ সূত্রে৷ দীর্ঘ দিন ধরে ভাঙড়ে অশান্তির ঘটনায় বারবার নাম জড়িয়েছে আরাবুলের৷ আইএসএফ কর্মীদের উপর হামলার ঘটনায় আরাবুলের বিরুদ্ধে অভিযোগ ছিল৷ সেই কারণেই গ্রেফতার করা হল৷
আরাবুল ইসলাম ভাঙড়ের এক ত্রাসের নাম৷ বারংবার ভাঙড়ে একাধিক অশান্তিতে নাম জড়িয়েছে আরাবুলের৷ এর আগেও একবার গ্রেফতার হয়েছিলেন আরাবুল৷ তিনিই আবার গ্রেফতার হলেন৷ পঞ্চায়েত ভোটের সময় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়৷ সেই ঝামেলায় পুরোটাই আরাবুলের ভূমিকা ছিল বলে মনে করেন অনেকে৷ একাধিকবার আইএসএফের পক্ষ থেকেও আরাবুলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল৷ বৃহস্পতিবার আরাবুলকে ডাকা হয় উত্তর কাশিপুর থানায়৷ তার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এর পর সন্ধ্যে ছ’টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়৷
advertisement
advertisement
পঞ্চায়েত ভোটের আগে, পরে বারংবার অশান্ত হয়েছে ভাঙড়৷ সেখানে বারংবার বোমা-গুলির শব্দে অশান্তি বারংবার চড়েছে৷ বাড়ির সামনেই পড়েছে বোমা৷ গুলি আর বোমার শব্দে ঢাকা থেকে ভাঙড়৷ তার পর প্রশাসনিক সিদ্ধান্ত অনুসারে ভাঙড়কে নিয়ে আসা হয় কলকাতা পুলিশের আওতায়৷ আরও বেশি নিরাপত্তা দিতেই করা হয় এই ব্যবস্থা৷ আর কলকাতা পুলিশের আওতায় আসার পরেই এই বড় পদক্ষেপ৷ এক কথায় ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুলকে জেলে পুরল পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arabul Islam Arrested: গ্রেফতার আরাবুল ইসলাম, পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় আরাবুল ইসলামকে গ্রেফতার
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement