হোম /খবর /দক্ষিণবঙ্গ /
দলের মহিলা কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর

দলের মহিলা কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর

অভিযুক্ত তৃণমূল নেতা দেবপ্রসাদ মণ্ডল৷

অভিযুক্ত তৃণমূল নেতা দেবপ্রসাদ মণ্ডল৷

হলদিয়ার এই তৃণমূল নেতার বিরুদ্ধে অশালীন ইঙ্গিত এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুললেন দলেরই এক মহিলা কর্মী!

  • Last Updated :
  • Share this:

#হলদিয়া: হলদিয়ায় ফের বিতর্কে শাসক দলের নেতা! বিতর্কে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল। হলদিয়া শহরে শুভেন্দু অধিকারীর বিরোধী গোষ্ঠীর এই নেতাকে শহর তৃণমূলের সহ সভাপতি পদে বসানো হয়েছে। রাজ্য নেতৃত্ব দেবপ্রসাদবাবুকে পদ দেওয়ায় অসন্তোষ বাড়ছিল তৃণমূলের অন্দরে। দলের এক অংশের অভিযোগ, পদে বসেই ফের কুকীর্তিতে জড়িয়েছেন এই নেতা।

হলদিয়ার এই তৃণমূল নেতার বিরুদ্ধে অশালীন ইঙ্গিত এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুললেন দলেরই এক মহিলা কর্মী! সদ্য হলদিয়া টাউন ব্লক তৃণমূলের সহ সভাপতি, হলদিয়া পুরসভার বর্তমান ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডলের বিরুদ্ধে অশালীন ইঙ্গিত ও কুপ্রস্তাব দেওয়ার প্রমাণ-সহ থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের মহিলা কর্মী। ওই মহিলা কর্মী গত ২০১২ সালে হলদিয়া পুরসভা নির্বাচনে তৃণমুলের টিকিটে প্রার্থীও হয়েছিলেন। দলেরই নেতা দেবপ্রসাদ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তোলায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল।

দেবপ্রসাদ মণ্ডল তাঁকে যা যা হোয়াটসঅ্যাপ মেসেজ ও ভিডিও কল  করতেন, তার স্ক্রিনশট-সহ হলদিয়া থানার পুলিশের কাছে অভিযোগ  ওই মহিলা তৃণমূল কর্মী। তৃনমুলের এই নেতার বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করে কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। অভিযুক্ত নেতা অভিযোগ অস্বীকার করলেও তার স্বপক্ষে কোনও কিছু সামনে আনতে পারেননি। এদিকে, স্থানীয় তৃণমূল নেতা, কর্মীরা পদাধিকারীর এমন কাণ্ড শীর্ষ নেতাদের নজরে আনতে চাইছেন। যদিও রাজ্যজুড়ে পিকে-র টিমের রিপোর্টের ভিত্তিতে গঠিত কমিটি নিয়ে যা চলছে তাতে আদৌ কিছু হবে কিনা তা নিয়ে সন্দিহান তাঁরা। বিজেপি অবশ্য এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি৷

SUJIT BHOWMIK

Published by:Debamoy Ghosh
First published: