Nandigram: ফের শিরোনামে নন্দীগ্রাম, মারাত্মক অভিযোগ তুলল তৃণমূল-বিজেপি দু'পক্ষই!
- Published by:Suman Biswas
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Nandigram: অভিযোগ, গতকাল রাতে নন্দীগ্রাম থানার গোকুলনগরের বৃন্দাবনচকে বিজেপি করার 'অপরাধে' অভিজিৎ সাহু নামে এক বিজেপির কর্মীকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
#নন্দীগ্রাম: ফের অশান্তি নন্দীগ্রামে। মার, পাল্টা মারের অভিযোগ ঘিরে উত্তেজনা! তৃণমূল ও বিজেপির চাপানউতোর ঘিরে জোর বিতর্ক! নন্দীগ্রামের বৃন্দাবনচকে রাত দুপুরে বাড়ি থেকে বিজেপি কর্মীকে বের করে এনে মারধরের অভিযোগকে ঘিরে উত্তেজনা। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই কাজ করেছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলই পালটা তাদের কর্মীদের বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মারধোর করেছে বলে অভিযোগ করেছে।
অভিযোগ, গতকাল রাতে নন্দীগ্রাম থানার গোকুলনগরের বৃন্দাবনচকে বিজেপি করার 'অপরাধে' অভিজিৎ সাহু নামে এক বিজেপির কর্মীকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তার অভিযোগ, তাকে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় মহেশপুর হাসপাতালে ওই বিজেপি কর্মীকে ভর্তি করা হয়।
advertisement
advertisement
অপরদিকে, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী গোপাল জানাকে গতকাল রাতে ওই একই জায়গায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে। বর্তমানে সেও চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শুরু হয়েছে চাপানউতোরও।
আরও পড়ুন: প্রাথমিক টেট মিটতেই নিয়োগের বিজ্ঞপ্তি, মঙ্গলবার থেকেই শুরু ইন্টারভিউ! জানুন বিস্তারিত...
advertisement
নন্দীগ্রাম জুড়ে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। এই অভিযোগ তুলেই নন্দীগ্রাম থানার পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। নন্দীগ্রামে সন্ত্রাস শাসক দলই ছড়াচ্ছে বলে পালটা দাবি বিজেপির! বিজেপির বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ তুলেই আজ নন্দীগ্রাম থানার আইসি-র মাধ্যমে এসপিকে চিঠি দিলেন নন্দীগ্রামের তৃণমূল নেতারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 26, 2022 6:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: ফের শিরোনামে নন্দীগ্রাম, মারাত্মক অভিযোগ তুলল তৃণমূল-বিজেপি দু'পক্ষই!

