Primary Tet: প্রাথমিক টেট মিটতেই নিয়োগের বিজ্ঞপ্তি, মঙ্গলবার থেকেই শুরু ইন্টারভিউ! জানুন বিস্তারিত...

Last Updated:

Primary Tet: পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন ডিসেম্বর মাস থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার চেষ্টা হবে।

শুরু হচ্ছে প্রাইমারি
শুরু হচ্ছে প্রাইমারি
#কলকাতা: ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে পর্ষদ। আগামীকাল অর্থাৎ ২৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে ইন্টারভিউ নিতে চলেছে পর্ষদ। ওই দিন দুশোর বেশি চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেবে পর্ষদ। গত বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। পর্ষদ সূত্রে খবর প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। ২০১২-২০১৪-২০১৭ টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করতে পেরেছেন। তাদের এই প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হচ্ছে।
পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন ডিসেম্বর মাস থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার চেষ্টা হবে। সেই মোতাবেক বছর শেষেই সুখবর দিল পর্ষদ। পর্ষদের আধিকারিকদের দাবি এক মাসের মধ্যেই আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে নেওয়া সম্ভব। যদিও ২৭শে ডিসেম্বরের পর আবার কবে ইন্টারভিউ তারিখ দেওয়া হবে তা অবশ্য পরে জানানো হবে পর্ষদের তরফ। তবে পর্ষদ সূত্রে খবর জানুয়ারি মাসেও একাধিক দিন ধার্য করা হবে ইন্টারভিউ নেওয়ার জন্য। তবে প্রাথমিকভাবে ডিসেম্বর মাসে আর কোনদিন ইন্টারভিউ নেবার প্রক্রিয়া কার্যতা সম্ভাবনা নেই বললেই পর্ষদ সূত্রে খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন বছরে দুবার প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চায় পর্ষদ। পাশাপাশি নিয়োগের দাবিতে ২০১৪-২০১৭  এর টেট উত্তীর্ণরা বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যদিও তাদের নিয়োগকে অগ্রাধিকার দেওয়ার দাবিতেই এই বিক্ষোভ। বুধবার পছন্দরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে ইন্টারভিউ দিতে আসার সময় কোন কোন ডকুমেন্ট নিয়ে আসতে হবে সে বিষয়ে বিস্তারিত তালিকা দিয়ে দেওয়া হয়েছে।
advertisement
পাশাপাশি কলকাতাতেই কেন্দ্রীয়ভাবে হবে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া। অর্থাৎ বিভিন্ন জেলার ডিপিএসসি অফিস গুলিতে এবার থেকে আর ইন্টারভিউ প্রক্রিয়া হচ্ছে না। ইন্টারভিউ প্রক্রিয়া পরিচালনা করার জন্য একাধিক টেবিল করা হচ্ছে বলে ও পর্ষদ সূত্রে খবর। সবমিলিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও এবার শুরু করে দিলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Primary Tet: প্রাথমিক টেট মিটতেই নিয়োগের বিজ্ঞপ্তি, মঙ্গলবার থেকেই শুরু ইন্টারভিউ! জানুন বিস্তারিত...
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement