Md Salim: বড়দিনে বিরাট চমক মহম্মদ সেলিমের, হঠাৎ চলে গেলেন চাকরিপ্রার্থীদের কাছে! তারপর...

Last Updated:

Md Salim: সিপিএমের রাজ্য কমিটির সদস্য এবং চাকরি-প্রার্থীদের আন্দোলনে সমন্বয়ের দায়িত্বে থাকা ইন্দ্রজিৎ ঘোষ, ডিওয়াইএফআইয়ের কলতান দাশগুপ্তদের নিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে অবস্থান-মঞ্চে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে।

আন্দোলনকারীদের কাছে সেলিম
আন্দোলনকারীদের কাছে সেলিম
#কলকাতা: বড়দিনের দুপুরে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, ইকোপার্ক, নিকোপার্ক, পার্কস্ট্রিটে উৎসবের ছোঁয়া। মানুষ আনন্দ করছে, কেক কাটছে। তখন রাস্তায় চাকরি প্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনরত সেই চাকরি প্রার্থীদের সঙ্গে রবিবার দেখা করলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এর আগেও তিনি ঈদ, দুর্গাপুজো, দীপাবলী এবং ভাইফোঁটাতেও চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করেন। যদিও শাসকদলের এই বিষয়টিকে কটাক্ষ করা হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একাধিকবার বলেছেন। ত্রিপুরাতেও বাম আমলে একই রকম ঘটনা ঘটেছিল। মহম্মদ সেলিম সেখানেও একবার যান। ভাইফোঁটাতে সেখানে গিয়েও বসুন।"
সিপিএমের রাজ্য কমিটির সদস্য এবং চাকরি-প্রার্থীদের আন্দোলনে সমন্বয়ের দায়িত্বে থাকা ইন্দ্রজিৎ ঘোষ, ডিওয়াইএফআইয়ের কলতান দাশগুপ্তদের নিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে অবস্থান-মঞ্চে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। সেলিম বলেন, ‘‘সাদা খাতা জমা দিয়ে এক দল চাকরি পেয়ে গিয়েছে! আবার যেখানে আদালতের নির্দেশে পথ খোলা আছে, সেখানেও নিয়োগ নেই। তরুণ প্রজন্মের জন্য এই সরকারের সদিচ্ছা নেই!’’ যোগ্য প্রার্থীদের স্বচ্ছ নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলনে পাশে তাঁরা আছেন বলে রবিবার ফের স্পষ্ট করেছেন তিনি। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য বলেছেন, সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে। আর বিরোধীরা ‘নাটক’ করছে!
advertisement
advertisement
এদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে চায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সেই লক্ষ্যেই লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংগঠনের তরফে। এমনকি এই উৎসবের মরসুমকেও প্রচারের কাজে ব্যবহার করা হবে সংগঠনের তরফে জানানো হয়েছে৷ এই যেমন সোমবার শিয়ালদা স্টেশনে এমনই প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে। কী রকম হবে এই প্রচার? সংগঠন সূত্রে খবর, বড়দিন উপলক্ষে উৎসবের মুডে রয়েছে বাঙালি।
advertisement
স্বাভাবিক ভাবেই শহর ও শহরতলি থেকে প্রচুর মানুষ কলকাতায় আসবেন এই সময়। আর এই সুযোগে মানুষের মধ্যে প্রচার চালানো হবে। 'ভুয়ো শিক্ষক তাড়াও ছাত্র সমাজ বাঁচাও' কর্মসূচি নেওয়া হয়েছে যেখানে ঢ্যাড়া পিটিয়ে বলা হবে 'স্কুলে আপনার সন্তান কে যিনি পড়াচ্ছেন তিনি ভুয়ো শিক্ষক নন তো?'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Md Salim: বড়দিনে বিরাট চমক মহম্মদ সেলিমের, হঠাৎ চলে গেলেন চাকরিপ্রার্থীদের কাছে! তারপর...
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement