এবার রোস্টার মেনে মানুষের দুয়ারে পৌঁছবেন তৃণমূল নেতারা, শুরুতেই উত্তর ২৪ পরগণা

Last Updated:

তৃণমূল সূত্রের খবর, প্রাথমিক ভাবে কাজ শুরু হয়েছে উত্তর ২৪ পরগণা জেলায়। সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে বনগাঁ সাংগঠনিক জেলাকে। নতুন বছরের শুরু থেকেই লোকসভা ও বিধানসভায় পিছিয়ে থাকা বুথ চিহ্নিত করে, রোস্টার তৈরি করে, সেখানকার মানুষের কাছে পৌঁছবেন তৃণমূলের সাংসদ-বিধায়কেরা। 

#কলকাতা: আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। পঞ্চায়েতের সুফল পেতে ইতিমধ্যেই রাজনীতির জমি তৈরির কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। কোন কোন বুথে পিছিয়ে রয়েছে তারা? এবার সেই সেই বুথ চিহ্নিত করে শুরু হচ্ছে জন সংযোগের কাজ। কোথায় ভুল ছিল? কোথায় খামতি? কোন নেতার জন্য নষ্ট হয়েছে ভাবমূর্তি? এবার এই সবের পিছনেই নজর দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। পিছিয়ে থাকা বুথের মানুষের কাছে পৌঁছতে তৈরি হচ্ছে রোস্টার।
এতদিন, অফিস কাছারি, কিংবা কারখানায় শিফটের রোস্টারের কথা শুনেছিলেন। এবার রাজনৈতিক দলেও চালু হতে চলেছে এই রোস্টার প্রক্রিয়া। অর্থাৎ, কোথায়, কখন, কবে, কোন নেতা, কোন বুথ পরিদর্শন করবেন, একেবারে দিনক্ষণ, বার ধরে তার তালিকা তৈরি হচ্ছে তৃণমূলের অন্দরে। পঞ্চায়েত নির্বাচনের আগে পিছিয়ে থাকা বুথের মানুষের কাছে পৌঁছতে এমনই অভিনব কায়দায় এগোতে চাইছে তৃণমূল।
advertisement
advertisement
তৃণমূল সূত্রের খবর, প্রাথমিক ভাবে কাজ শুরু হয়েছে উত্তর ২৪ পরগণা জেলায়। সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে বনগাঁ সাংগঠনিক জেলার উপরে। নতুন বছরের শুরু থেকেই লোকসভা ও বিধানসভায় পিছিয়ে থাকা বুথ চিহ্নিত করে, রোস্টার তৈরি করে, সেখানকার মানুষের কাছে পৌঁছবেন তৃণমূলের সাংসদ-বিধায়কেরা। গোষ্ঠীকোন্দল ভুলে নেতাদের এক যোগে কাজ করার বার্তা দিয়েছেন নেতৃত্বও। দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে নেতাদের। পাশাপাশি, যে নেতাদের বিরুদ্ধে ক্ষোভ, তাঁদের আপাতত দলীয় কর্মসূচি থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
সব রাজনৈতিক দলের কাছেই গুরুত্বপূর্ণ উত্তর ২৪ পরগণা জেলা৷ কারণ, এই জেলায় লোকসভা এবং বিধানসভা আসন সংখ্যা বেশি। তাই এই জেলায় এগিয়ে থাকলে রাজ্যের সামগ্রিক পটচিত্রেও অনেকখানি এগিয়ে থাকা যায়। একটা সময় এই জেলায় ভাল ফল করত বামেরা। তারপর ২০০৯ সালের পর থেকে ঘুরে যায় রাজনীতির হাওয়া। গত কয়েকটি নির্বাচনের ফল বলছে উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে এখন তৃণমূলেরই প্রভাব বেশি।
advertisement
তবে, সমস্যা শুধুমাত্র দুটো আসন ঘিরে। বনগাঁ ও ব্যারাকপুর। ২০১৯-এর লোকসভা ভোটে এই দুই আসনে জিতেছিল বিজেপি। যদিও পরে ব্যারাকপুরের বিজেপির প্রতীকে জয়ী সাংসদ যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে৷ একুশের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস উত্তর ২৪ পরগণা জেলার বিভিন্ন প্রান্তে ভাল ফল করলেও, বনগাঁ সাংগঠনিক জেলায় তেমন ভাল ফল করতে পারেনি ঘাসফুল শিবির।
advertisement
তৃণমূল সূত্রের খবর, সেই পরাজয়ের কারণ পর্যালোচনা করতে গিয়ে দেখা গিয়েছে, জনপ্রতিনিধি নন, স্থানীয় কিছু নেতার আচরণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এবার বাড়তি সতর্ক তৃণমূল শিবির। জেলা নেতৃত্বের সিদ্ধান্ত,পিছিয়ে থাকা বুথ ধরে গ্রামে গ্রামে যেতে হবে নেতাদের। প্রয়োজনে ভুল স্বীকার করতে হবে। মানুষকে তৃণমূল সরকারের সুফল বোঝাতে হবে।
উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "মানুষকে বোঝানোর কাজ শুরু হয়েছে। মানুষের কাছে পৌঁছে কোথায় নিজেদের ভুল ছিল, সেটা বলার সময় হয়েছে। সেটাই করা হবে। একজন সাংসদ বা বিধায়ক সব সময়ে এলাকায় থাকেন না। স্থানীয় নেতারাই মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। তাঁদের কারও আচরণে ভুল বোঝাবুঝি ঘটলে তার ফল যে ভোট বাক্সে পড়ে। সেটা ২০২১ এর বিধানসভা ভোটের ফলে বোঝা গিয়েছে।"
advertisement
বারবার এই ভুল স্বীকার করা, নতুন তৃণমূল গড়ার মতো কথা শোনা গিয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এক্ষেত্রেও সম্ভবত, তেমন বার্তারই প্রতিফলন হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এবার রোস্টার মেনে মানুষের দুয়ারে পৌঁছবেন তৃণমূল নেতারা, শুরুতেই উত্তর ২৪ পরগণা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement