Hooghly News: ৬ আসনের সবকটিতে জয়, পঞ্চায়েতের আগে বামেদের জয়জয়কার!

Last Updated:

Hooghly News: মাদ্রাসা নির্বাচন পঞ্চায়েত ভোটের আগে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বামেদের।

বামেদের জয়
বামেদের জয়
হুগলি: মাদ্রাসা নির্বাচনে জয়ী বামেরা। ৬ টির মধ্যে ছয়টি আসনে জয় লাভ বামেদের। পঞ্চায়েত ভোটের আগে মাদ্রাসা নির্বাচন বাড়তি অক্সিজেন যোগান দিচ্ছে দলকে। বাঁশবেড়িয়া ইদ মহম্মদ হাই মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচন হয় রবিবার। অভিভাবকরা ভোট দেওয়ার পর সন্ধা থেকে হয় ভোট গণনা। গণনা শেষে দেখা যায় বামপন্থী ৬ জন প্রার্থী (তার মধ্যে একজন মহিলা) জয়ী হয়েছেন তৃনমূলের প্রার্থীদের হারিয়ে। এর আগে ছয়জন সদস্যই ছিল তৃণমূলের।
সিপিএম নেতা জুলফিকার আলি বলেন, ''মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক চলছিল না। অনেক অভিযোগ ছিল। সেগুলো নিয়ে অভিভাবকদের মধ্যে প্রচার করেছি। মানুষ বুঝতে পেরেছেন যে ভাবে মাদ্রাসা পরিচালনা হচ্ছিল তার পরিবর্তন হওয়া দরকার। আমাদের এই জয় কোনো দলের জয় মাদ্রাসার অভিভাবকদের জয়। এবার সবাইকে নিয়ে স্কুলের উন্নতি করাই হবে লক্ষ্য। এই ফল পঞ্চায়েতে প্রভাব ফেলবে বলে দাবি সিপিএম নেতার। তিনি বলেন, যে ভাবে শিক্ষায় দুর্নীতি হয়েছে। শিক্ষামন্ত্রী থেকে আধিকারিকরা জেলে গেছেন মানুষ সব বুঝতে পারছে।
advertisement
advertisement
বাঁশবেড়িয়া পুরসভার এগারো নম্বর ওয়ার্ড ইসলামপারা ইদ মহম্মদ হাই মাদ্রাসায় ১৩০৮ জন ভোটার। মোট দেন ৬৭৭ জন। ভোট গনণা শেষ হয় রাত সারে দশটা নাগাদ। চলতি বছরেরই পুরসভা নির্বাচনে বাঁশবেড়িয়ায় বিপুল জয় হয়েছে তৃনমূলের।bতাহলে মাদ্রাসায় এমন ভরাডুবি হল কেন? সে প্রশ্নই ভাবাচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে।
advertisement
হুগলি জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা চট্টোপাধ্যায় বলেন, মাদ্রাসা নির্বাচনের দায়িত্ব আমাদের দেওয়া হয়নি। বিধায়ক দেবরাজ পালকে দিয়েছিলেন। কেন পরাজয় হল যারা দায়িত্বে ছিলেন তারাই বলতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ৬ আসনের সবকটিতে জয়, পঞ্চায়েতের আগে বামেদের জয়জয়কার!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement