Tiger Threat in Dankuni: ডানকুনিতে এবার বাঘের আতঙ্ক ! আক্রমণ গৃহপালিতদের উপর ! এবার কি শিকার শিশুরা? তটস্থ স্থানীয়রা

Last Updated:

Tiger Threat in Dankuni: ডানকুনিতে এবার চিতার আক্রমণ, মারা যাচ্ছে গৃহপালিত পশুরা৷ এবার কি তবে শিশুদের পালা?

+
প্রতীকী

প্রতীকী চিত্র 

হুগলি: ডানকুনিতে বাঘের আতঙ্ক! আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। ঘটনাটি ডানকুনির বাঘ পাড়া এলাকার। চিতা বাঘের মতন দেখতে এই প্রাণীর ভিডিও করেছে গ্রামের মানুষরা। যার উপদ্রবে নাজেহাল গ্রামের মানুষ। এই প্রাণী তুলে নিয়ে যাচ্ছে হাঁস, মুরগি এমনকি ছাগলও।
এবার কি এলাকার শিশুদের উপর হামলা করবে চিতা বাঘ এই আতঙ্কে ঘুম উড়ছে ডানকুনি পৌরসভার ২নং ওয়ার্ডের খড়িয়াল বাগপাড়ার বাসিন্দাদের?
advertisement
গত কয়েক দিন ধরে ডানকুনি পৌরসভার খড়িয়াল বাগপাড়া এলাকা থেকে গায়েব হয়ে যাচ্ছে গৃহ পালিত হাঁস, মুরগি এমনকি বড় বড় ছাগল৷ এতেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। দিন কয়েক আগে ক্যামেরায় ধরা পরে চিতা বাঘের মত দেখতে একটি জন্তুর ছবি৷  আর এতেই এলাকায় রটে যায় গৃহ পালিত পশুদের উপর চিতা বাঘের হামলার কাহিনি।
advertisement
যদিও এই পাড়ার পাশেই রয়েছে একটি জলা জঙ্গল আর এই জঙ্গলে মেছো বিড়াল অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাঘরোলের বসবাস রয়েছে বলে জানা গেছে। মেছো বিড়াল সাধারণত জলা জঙ্গলে বসবাস করতে ভালোবাসে তবে খাদ্য সংকটের কারণে এরাই কি লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে?
advertisement
এলাকার বাসিন্দাদের দাবি হাঁস মুরগি তুলে নিয়ে গেলেও অতটা ভয় নেই, তাঁদের প্রধান আতঙ্ক এলাকার ছোট ছোট শিশুদের নিয়ে, কারণ ইতি মধ্যেই এলাকার বহু ছাগলের উপর আক্রমণ সানিয়েছে চিতা বাঘের মত দেখতে ছোট্ট জন্তুটি।
মারা গিয়েছে কুড়িটির বেশি ছাগল। এবার যদি এই প্রাণী এলাকার শিশু দের উপর আক্রমণ করে, এই দুশ্চিন্তায় ঘুম উড়ছে এলাকার বাসিন্দাদের। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। চিতা বাঘের আতঙ্ক থেকে মুক্তি পেতে ডানকুনি থানার দ্বারস্থ হয়েছেন বাগ পাড়ার বাসিন্দারা।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tiger Threat in Dankuni: ডানকুনিতে এবার বাঘের আতঙ্ক ! আক্রমণ গৃহপালিতদের উপর ! এবার কি শিকার শিশুরা? তটস্থ স্থানীয়রা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement