মধ্যরাতে রোগীর সঙ্গে দেখা করার আবদার! না শোনায় হাসপাতালের নিরাপত্তারক্ষীকে মারধর

Last Updated:

কথায় অসংগতি পেয়ে আর তাদের যেতে দেয়নি বনগাঁ মহকুমা হাসপাতালের কর্তব্যরত নিরাপত্তারক্ষী। তাতেই ক্ষিপ্ত হয়ে নিরাপত্তারক্ষীকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ

তিনজন গ্রেফতার
তিনজন গ্রেফতার
বনগাঁ, উত্তর ২৪ পরগণা, অনিরুদ্ধ কির্তনীয়া: রাতে রোগীর সঙ্গে দেখতে দেওয়ার আবদার। তা না মানায় সরকারি সপাতালে ঢুকে কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে মারধর। মধ্যরাতে মদ্যপদের তাণ্ডব। বনগাঁ মহকুমা হাসপাতালের ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে বনগাঁ মহকুমা হাসপাতালে ঢুকে এক মহিলা সহ পাঁচ জনের একটি দল রীতিমত তাণ্ডব চালায়। কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে মারধর করে বলে অভিযোগ। সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার রাতে একটি গাড়িতে করে ওই পাঁচজন হাসপাতালের মধ্যে প্রবেশ করে। ওই রাতেই হাসপাতালে ভর্তি থাকা পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীর কাছে জোরাজুরি শুরু করে। এদিকে রোগীর পরিজনদের দেখা করার জন্য হাসপাতাল থেকে একটি লাল কার্ড দেওয়া হয়। সেটিও তাদের কাছে ছিল না বলে জানা গিয়েছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখে জানতে পারে, যে বেডে পরিবারের সদস্য ভর্তি আছে বলে ওই দলটি দাবি করছিল, সেই বেডটি রবিবার রাতে ফাঁকা ছিল। সেখানে কেউ ভর্তি ছিল না।
advertisement
আরও পড়ুন: ৭০০০ চারাগাছ দিয়ে মণ্ডপ! পুজোয় বিরাট চমক উত্তরবঙ্গে
স্বাভাবিকভাবেই কথায় অসংগতি পেয়ে আর তাদের যেতে দেয়নি বনগাঁ মহকুমা হাসপাতালের কর্তব্যরত নিরাপত্তারক্ষী। তাতেই ক্ষিপ্ত হয়ে নিরাপত্তারক্ষীকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। পরে পাঁচজনের দলটি থেকে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
আরও পড়ুন: মাতৃদুগ্ধের সঙ্গে সরকারি স্কুলের তুলনা! বিরাট আয়োজন শুশুনিয়ায়, পাহাড়ের কোলের পুরো গল্প না জানলে মিস
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজন হল- মুর্শিদাবাদের ওয়াসিম রাজা, বনগাঁর সুজন বাড়ুই ও রাজারহাটের আরিফ খান। ধৃতরা কেন হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মধ্যরাতে রোগীর সঙ্গে দেখা করার আবদার! না শোনায় হাসপাতালের নিরাপত্তারক্ষীকে মারধর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement